Actor's Son: বাবা ২৭০০ কোটি টাকার মালিক, ছেলে সেকেন্ড হ‍্যান্ড জামা পরে, রান্না করে, বাসন মাজে! কোন তারকার পুত্র, কেন এমন জীবন কাটাচ্ছে জানেন?

Last Updated:
Actor's Son Simple life: বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত অভিনেতার ছেলে হয়েও একেবারে সাধারণের মতো জীবনযাপন করেন তিনি। দামি ব্র‍্যান্ডের পাশাপাশিই দিব‍্যি পরেন সেকেন্ড হ‍্যান্ড জামাকাপড়, নিজেই রান্না করেন, বাসন মাজেন।
1/9
দেশের ধনীদের তালিকায় উপরের দিকেই থাকেন সিনে জগতের তারকারা। শাহরুখ, সলমন আমির থেকে অক্ষয়, বলিউডের প্রথম সারীর অভিনেতারা কোটি কোটি টাকার মালিক। ধনী হওয়ার দৌড়ে পিছিয়ে নেই নায়িকারাও। আলিয়া, দীপিকা, প্রিয়াঙ্কাদের সম্পত্তির পরিমাণও আকাশছোঁয়া।
দেশের ধনীদের তালিকায় উপরের দিকেই থাকেন সিনে জগতের তারকারা। শাহরুখ, সলমন আমির থেকে অক্ষয়, বলিউডের প্রথম সারীর অভিনেতারা কোটি কোটি টাকার মালিক। ধনী হওয়ার দৌড়ে পিছিয়ে নেই নায়িকারাও। আলিয়া, দীপিকা, প্রিয়াঙ্কাদের সম্পত্তির পরিমাণও আকাশছোঁয়া।
advertisement
2/9
কোটি কোটি টাকার মালিক তারকাদের জীবনযাত্রাও সাধারণের চেয়ে অনেক আলাদা। রাজপ্রাসাদের মতো বাংলো বাড়ি, কোটি কোটি টাকা দামের গাড়ি থেকে শুরু করে ব্র‍্যান্ডেড জামা কাপড়, অভিনেতাদের রোজনমচা আক্ষরিক অর্থে যাকে বলে তারকা সুলভ
কোটি কোটি টাকার মালিক তারকাদের জীবনযাত্রাও সাধারণের চেয়ে অনেক আলাদা। রাজপ্রাসাদের মতো বাংলো বাড়ি, কোটি কোটি টাকা দামের গাড়ি থেকে শুরু করে ব্র‍্যান্ডেড জামা কাপড়, অভিনেতাদের রোজনমচা আক্ষরিক অর্থে যাকে বলে তারকা সুলভ।
advertisement
3/9
তারকাদের পরিবারের লোকজনও একইরকম জীবনযাপন করেন। তারকাদের সন্তানদেরও ভক্তদের উত্‍সাহের অন্ত: নেই। ছোট থেকেই স্পটলাইটে থাকে তারকাদের সন্তানরা। তবে অন‍্যান‍্য অভিনেতা, অভিনেত্রীদের সন্তানদের চেয়ে একটু আলাদা বলিউডের এই তারকা পুত্র।
তারকাদের পরিবারের লোকজনও একইরকম জীবনযাপন করেন। তারকাদের সন্তানদেরও ভক্তদের উত্‍সাহের অন্ত: নেই। ছোট থেকেই স্পটলাইটে থাকে তারকাদের সন্তানরা। তবে অন‍্যান‍্য অভিনেতা, অভিনেত্রীদের সন্তানদের চেয়ে একটু আলাদা বলিউডের এই তারকা পুত্র।
advertisement
4/9
বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত অভিনেতার ছেলে হয়েও একেবারে সাধারণের মতো জীবনযাপন করেন তিনি। দামি ব্র‍্যান্ডের পাশাপাশিই দিব‍্যি পরেন সেকেন্ড হ‍্যান্ড জামাকাপড়, নিজেই রান্না করেন, বাসন মাজেন। শুনতে অবাক লাগলেও পুত্রের এমন জীবনযাপনের কথা ফাঁস করেছেন তাঁর তারকা বাবা মা-ই।
বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত অভিনেতার ছেলে হয়েও একেবারে সাধারণের মতো জীবনযাপন করেন তিনি। দামি ব্র‍্যান্ডের পাশাপাশিই দিব‍্যি পরেন সেকেন্ড হ‍্যান্ড জামাকাপড়, নিজেই রান্না করেন, বাসন মাজেন। শুনতে অবাক লাগলেও পুত্রের এমন জীবনযাপনের কথা ফাঁস করেছেন তাঁর তারকা বাবা মা-ই।
advertisement
5/9
বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের পুত্র আরভ নাকি ঠিক এমন ভাবেই জীবন কাটান। আরভ ভাটিয়ার বাবা অক্ষয় কুমার, মা ট‍্যুইঙ্কল খান্না, দাদু রাজেশ খান্না, দিদা ডিম্পল কাবাডিয়া।
বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের পুত্র আরভ নাকি ঠিক এমন ভাবেই জীবন কাটান। আরভ ভাটিয়ার বাবা অক্ষয় কুমার, মা ট‍্যুইঙ্কল খান্না, দাদু রাজেশ খান্না, দিদা ডিম্পল কাবাডিয়া।
advertisement
6/9
একেবারে তারকা খচিত পরিবারে জন্ম আরভের। তবু বাকি ধনী পুত্র, কন‍্যাদের চেয়ে তার জীবন একেবারে আলাদা। অক্ষয়ের সম্পত্তির পরিমাণ প্রায় ২৭০০ কোটি টাকা। তবু অক্ষয় নিজেই জানিয়েছিলেন তাঁর ছেলে মোটেই তারকাদের জীবন কাটান না।
একেবারে তারকা খচিত পরিবারে জন্ম আরভের। তবু বাকি ধনী পুত্র, কন‍্যাদের চেয়ে তার জীবন একেবারে আলাদা। অক্ষয়ের সম্পত্তির পরিমাণ প্রায় ২৭০০ কোটি টাকা। তবু অক্ষয় নিজেই জানিয়েছিলেন তাঁর ছেলে মোটেই তারকাদের জীবন কাটান না।
advertisement
7/9
অক্ষয় এক সাক্ষাত্‍কারে জানিয়েছিলেন, তার ছেলে আরভ আজও সেকেন্ড হ্যান্ড পোশাক কিনে পরেন, নিজের খাবার নিজেই রান্না করেন এবং বাসনও ধোয়। আরভ বর্তমানে লন্ডনে থেকে ফ্যাশন ডিজাইনের কোর্স করছেন। একেবারে লো প্রোফাইল জীবন কাটান আরভ।
অক্ষয় এক সাক্ষাত্‍কারে জানিয়েছিলেন, তার ছেলে আরভ আজও সেকেন্ড হ্যান্ড পোশাক কিনে পরেন, নিজের খাবার নিজেই রান্না করেন এবং বাসনও ধোয়। আরভ বর্তমানে লন্ডনে থেকে ফ্যাশন ডিজাইনের কোর্স করছেন। একেবারে লো প্রোফাইল জীবন কাটান আরভ।
advertisement
8/9
আরভের পড়াশোনা মুম্বাইয়ের ইকোল মন্ডেল ওয়ার্ল্ড স্কুল থেকে। বর্তমানে তিনি লন্ডনে ফ্যাশন ডিজাইন পড়াশোনা করছেন। অন্যান্য সেলিব্রিটির সন্তানরা হাইফাই পার্টি এবং রেড কার্পেটে দেখা যায়, সেখানে আরভ এই সব থেকে দূরে থাকেন। সোশ্যাল মিডিয়া এবং পাবলিক উপস্থিতিও খুব কম।আরভের পড়াশোনা মুম্বাইয়ের ইকোল মন্ডেল ওয়ার্ল্ড স্কুল থেকে। বর্তমানে তিনি লন্ডনে ফ্যাশন ডিজাইন পড়াশোনা করছেন। অন্যান্য সেলিব্রিটির সন্তানরা হাইফাই পার্টি এবং রেড কার্পেটে দেখা যায়, সেখানে আরভ এই সব থেকে দূরে থাকেন। সোশ্যাল মিডিয়া এবং পাবলিক উপস্থিতিও খুব কম।
আরভের পড়াশোনা মুম্বাইয়ের ইকোল মন্ডেল ওয়ার্ল্ড স্কুল থেকে। বর্তমানে তিনি লন্ডনে ফ্যাশন ডিজাইন পড়াশোনা করছেন। অন্যান্য সেলিব্রিটির সন্তানরা হাইফাই পার্টি এবং রেড কার্পেটে দেখা যায়, সেখানে আরভ এই সব থেকে দূরে থাকেন। সোশ্যাল মিডিয়া এবং পাবলিক উপস্থিতিও খুব কম।
advertisement
9/9
অক্ষয় জানিয়েছিলেন অভিনয় নয়, আরভের আগ্রহ ফ‍্যাশনে। ফ‍্যাশনেই নিজের কেরিয়ার গড়তে চায় আরভ। ছোটবেলা থেকেই আরভ মার্শাল আর্টে আগ্রহী। সৃজনশীল কাজ করতে ভাল লাগে। বলিউডে নিজের কেরিয়ার গড়ার কথা তিনি ভাবছেন না।
অক্ষয় জানিয়েছিলেন অভিনয় নয়, আরভের আগ্রহ ফ‍্যাশনে। ফ‍্যাশনেই নিজের কেরিয়ার গড়তে চায় আরভ। ছোটবেলা থেকেই আরভ মার্শাল আর্টে আগ্রহী। সৃজনশীল কাজ করতে ভাল লাগে। বলিউডে নিজের কেরিয়ার গড়ার কথা তিনি ভাবছেন না।
advertisement
advertisement
advertisement