বিসিএস, আইপিএস, আইএএস হওয়ার স্বপ্ন একটি চ্যালেঞ্জিং যাত্রা। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য চলতি বছরের কোচিং সেশনের উদ্বোধন হয়ে গেল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার ২০০ জনকে এবার দেওয়া হবে wbcs কোচিং। বহরমপুর রবীন্দ্র সদনে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমেরে উদ্যোগে যার পথ চলা শুরু হল।
advertisement
আরও পড়ুন: মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত ৩! এলাকায় উত্তেজনা
উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রি মিত্র, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ বিশিষ্টজনেরা। প্রসঙ্গত উল্লেখ্য বিসিএস, আইপিএস, আইএএস হওয়ার স্বপ্ন একটি চ্যালেঞ্জিং যাত্রা। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য চলতি বছরের কোচিং সেশনের উদ্বোধন হয়ে গেল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশিক্ষণের জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীরা wbmdfc.org এই ওয়েবসাইটে আবেদন করতে পারেন। জেলার সদরেই এই কোচিং সেন্টার দেওয়া হবে। যেখানে সপ্তাহে দুই থেকে তিন দিন ক্লাস করানো হবে বিনামূল্যে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের পিছনে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ণ বিত্ত নিগমেরে গুরুত্ব অপরিসীম। এছাড়াও ছোট ছোট ব্যবসা করার জন্য ঋণ প্রদান করা হয় এদিন। যার কারণে খুশি প্রকাশ করেছেন অনেকেই।
কৌশিক অধিকারী





