আরও পড়ুন- ট্যাক্সি চালকের সঙ্গে রাত কাটাল মেয়ে, বিয়ের আগের রাতে বাবা করল এমন এক কাজ…শুনে হতবাক সবাই!
কার্তিকের ভূমিকায় ছৌ নৃত্যের মাধ্যমে এক সুরে, এক তালে পুরুলিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির নির্দশন তুলে ধরেন শিল্পীরা। এ বিষয়ে আড়শা বসন্তোৎসব উদযাপন কমিটির পক্ষে উজ্জ্বল কুমার জানান, এই উৎসব তাদের তৃতীয়তম বর্ষে পদার্পণ করল এ-বছর। প্রতিবছরই নিত্যনতুন কিছু থাকে এই উৎসবে। এ-বছর ৫০০ ছৌ নৃত্য শিল্পীকে নিয়ে এই উৎসব সম্পন্ন হয়েছে। আগামী দিনে আরও নতুন কিছু ভাবনা থাকবে।
advertisement
কাঠফাটা গরমের পরে রেহাই…! বৃষ্টি নামবে কোন কোন জেলায়? জেনে নিন আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস
ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেই স্ত্রী বললেন, ‘শোনো…’! শুনে বিকৃত স্বামীর মুখ, তোলাপাড় এলাকা, এর পর যা হল!
এই ভাবে একসঙ্গে এতজন ছৌ-শিল্পী নৃত্য প্রদর্শন করতে পেরে খুবই খুশি। তাদের এই অভিজ্ঞতা একেবারেই অন্যরকম ছিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তাদের ভীষণই ভালো লাগছে বলে জানান তারা।
বসন্ত উৎসব পুরুলিয়ার ঐতিহ্য। এই সময় পলাশের টানে বহু পর্যটক পুরুলিয়া বেড়াতে আসেন। পুরুলিয়া লোকসংস্কৃতির অন্যতম অংশ ছৌ নৃত্য। তাই পর্যটকদের কাছে বাড়তি পাওনা হয়ে উঠেছিল শিল্পীদের এই নৃত্য প্রদর্শন।
শর্মিষ্ঠা ব্যানার্জি