বর্তমানে পাঠ্য বইয়ের বাইরে ছাত্র-ছাত্রীদের মধ্যে অন্য বই পড়ার প্রবণতা কমছে এই বইমেলার ফলে বইমুখী হবে পড়ুয়ারা সেই উদ্দেশ্যেই এই বইমেলার আয়োজন। এই বিষয়ে হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম বলেন, “অন্যান্য বইমেলার তুলনায় এই বইমেলা একেবারেই অন্যরকম। অভূতপূর্ব সাড়া মিলেছে প্রথম দিনেই। বিভিন্ন স্কুল এই মেলায় অংশগ্রহণ করেছে।” এই বইমেলা সফল হবে এমনটাই আশা করছেন তিনি।
advertisement
আরও পড়ুন: হাতে আর ক’দিন, অঙ্কে ফুলমার্কস পেতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্যারের সাজেশন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে হুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো বলেন, “প্রথমবার এই ব্লকে বইমেলা হলেও মানুষের অনেকটাই সাড়া পাওয়া গিয়েছে। দেড় লক্ষ টাকার বই বিক্রি হয়েছে প্রথম দিনেই। ১০ লক্ষ টাকার বই বিক্রির টার্গেট রয়েছে তাদের।” পুরুলিয়ার লোকশিল্পকে তুলে ধরা হয় এই বইমেলা প্রাঙ্গণে। প্রত্যেকদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে এই বইমেলা। মোট ২৪-টি স্টল রয়েছে এই মেলায়।
শর্মিষ্ঠা ব্যানার্জি





