Heroin Seized: দিল্লিতে পাচারের আগেই ভেস্তে গেল সব প্ল্যান! বড় চক্রের পর্দা ফাঁস করল GRP, নিউ ফরাক্কা স্টেশন থেকে আটক অভিযুক্ত

Last Updated:

Murshidabad Heroin Seized: গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশের হানা। ফরাক্কা স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ব্যাগ তল্লাশি করে উদ্ধার হল প্রায় ৫০০ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা।

উদ্ধার হওয়া হেরোইন-সহ ধৃত পাচারকারী 
উদ্ধার হওয়া হেরোইন-সহ ধৃত পাচারকারী 
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: নিউ ফরাক্কা স্টেশনে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে নিউ ফরাক্কার জিআরপি (রেল পুলিশ)। তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এত পরিমাণ হেরোইন উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ফরাক্কা স্টেশন চত্বরে।
রবিবার সাংবাদিক বৈঠকে মালদহ জিআরপির আইসি প্রসান্ত রাই জানান, শনিবার রাতে গোপণ সূত্রে খবর পেয়ে জিআরপির এসওজি ও নিউ ফরাক্কার জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝা-এর নেতৃত্ব জিআরপি পুলিশের একটি টিম নিউ ফরাক্কা স্টেশনে অভিযান চালায়। ৩ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশ। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি প্যাকেট। পাঁচটি প্যাকেট থেকে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। এরপরেই ব্যক্তিকে গ্রেফতার করে নিউ ফরাক্কার জিআরপি পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ রাতভর নিখোঁজ! সকালে ডোবার জলে ভেসে উঠল দেহ, অতিরিক্ত নেশাই চা বিক্রেতার জীবন কাড়ল
জিআরপি পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি হেরোইনগুলো বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসেন। এখান থেকে ট্রেনে করে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে অপেক্ষা করছিলেন। ধৃতের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর। হেরোইন দিল্লিতে পাচার করার উদ্দেশ্যে ছিল ধৃতের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধৃতকে রবিবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয়। ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি। এর আগেও একাধিকবার লালগোলা থানা এলাকায় একের পর হেরোইন উদ্ধার করা হয়েছে। কিন্তু এবার স্টেশনে হেরোইন পাচার চক্রের পর্দা ফাঁস করল জিআরপি। দিল্লিতে কার কাছে নিষিদ্ধ মাদক পাচার করা হচ্ছিল তাও তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heroin Seized: দিল্লিতে পাচারের আগেই ভেস্তে গেল সব প্ল্যান! বড় চক্রের পর্দা ফাঁস করল GRP, নিউ ফরাক্কা স্টেশন থেকে আটক অভিযুক্ত
Next Article
advertisement
Baranagar Incident Update: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
  • বরানগর শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!

  • পিসেমশাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে খুনের ছক৷

  • স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement