রবিবার সাংবাদিক বৈঠকে মালদহ জিআরপির আইসি প্রসান্ত রাই জানান, শনিবার রাতে গোপণ সূত্রে খবর পেয়ে জিআরপির এসওজি ও নিউ ফরাক্কার জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝা-এর নেতৃত্ব জিআরপি পুলিশের একটি টিম নিউ ফরাক্কা স্টেশনে অভিযান চালায়। ৩ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশ। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি প্যাকেট। পাঁচটি প্যাকেট থেকে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। এরপরেই ব্যক্তিকে গ্রেফতার করে নিউ ফরাক্কার জিআরপি পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ রাতভর নিখোঁজ! সকালে ডোবার জলে ভেসে উঠল দেহ, অতিরিক্ত নেশাই চা বিক্রেতার জীবন কাড়ল
জিআরপি পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি হেরোইনগুলো বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসেন। এখান থেকে ট্রেনে করে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে অপেক্ষা করছিলেন। ধৃতের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর। হেরোইন দিল্লিতে পাচার করার উদ্দেশ্যে ছিল ধৃতের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধৃতকে রবিবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয়। ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি। এর আগেও একাধিকবার লালগোলা থানা এলাকায় একের পর হেরোইন উদ্ধার করা হয়েছে। কিন্তু এবার স্টেশনে হেরোইন পাচার চক্রের পর্দা ফাঁস করল জিআরপি। দিল্লিতে কার কাছে নিষিদ্ধ মাদক পাচার করা হচ্ছিল তাও তদন্ত শুরু করেছে পুলিশ।






