দক্ষিণ আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, শীতের আবহে কী হবে বাংলায় জেনে নিন!
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Tias Banerjee
Last Updated:
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেবে। সেখানে প্রবল বর্ষণ, ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল থাকার সতর্কতা জারি হয়েছে। পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।
advertisement
কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস। লাক্ষাদ্বীপ, আন্দামান–নিকোবর, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আন্দামান সাগর, দক্ষিণ–পূর্ব ও দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫–৫৫ কিলোমিটার, কিছু এলাকায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণ আন্দামান সাগরের কিছু জায়গায় ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
advertisement
advertisement
দক্ষিণ আন্দামান ও মালাক্কা প্রণালীর উপর থাকা নিম্নচাপটি আগামী ২৪–৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপ এবং দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সঙ্গে দক্ষিণ–পূর্ব আরব সাগর এবং কোমোরিন এলাকায় আরও দুটি ঘূর্ণাবর্ত সক্রিয়।
advertisement
দক্ষিণবঙ্গ: আজ থেকে সামান্য কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় পারদ ১৭–১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, জেলার তাপমাত্রা ১৪–১৫ ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক হাওয়া বইবে, বড় কোনও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতে শিশির পড়বে এবং খুব সকালে দু–এক জায়গায় হালকা কুয়াশা তৈরি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা বাড়বে।
advertisement
advertisement
advertisement
এদিকে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। এই সিস্টেমের বাংলায় আপাতত কোনও সরাসরি প্রভাব না থাকলেও আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেবে। সেখানে প্রবল বর্ষণ, ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল থাকার সতর্কতা জারি হয়েছে। পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।






