TRENDING:

Historical Place: পরতে পরতে ইতিহাস, দিঘার কাছেই রহস্যময় 'দারোগা মারা ভূঁইয়া'র জমিদার বাড়ি

Last Updated:

দিঘা থেকে খুব বেশি দূরে নয়, পূর্ব মেদিনীপুর জেলার এগরার বালিঘাই মল্লিকপুরে আজও দাঁড়িয়ে প্রায় ৫০০ বছরের প্রাচীন জরাজীর্ণ জমিদার বাড়ি। বর্তমানে এই জমিদার বাড়ি 'দারোগা মারা ভূঁইয়ার জমিদার বাড়ি' নামে পরিচিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, মদন মাইতি: দিঘা থেকে খুব বেশি দূরে নয়, পূর্ব মেদিনীপুর জেলার এগরার বালিঘাই মল্লিকপুরে আজও দাঁড়িয়ে প্রায় ৫০০ বছরের প্রাচীন জরাজীর্ণ জমিদার বাড়ি। বর্তমানে এই জমিদার বাড়ি ‘দারোগা মারা ভূঁইয়ার জমিদার বাড়ি’ নামে পরিচিত। বিশালাকৃতির এই জমিদার বাড়িটি আজ ভগ্নপ্রায়,  খসে পড়েছে পলেস্তারা, গাছের শিকড় ভেদ করেছে পুরু দেওয়াল। তবুও এই বাড়িতেই আজও বসবাস করেন জমিদার পরিবারের বর্তমান প্রজন্ম। বাড়িটির প্রতিটি ইট যেন সাক্ষী বহু রহস্য, বহু রোমাঞ্চঘন ঘটনার।
advertisement

জরাজীর্ণ এই জমিদার বাড়িতে পা রাখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। ইতিহাসের পাতা উল্টালেই মিলবে জমিদারির শিকড়। অরিন্দম ভৌমিক তাঁর ‘মেদিনীকথা’ গ্রন্থে বলেছেন, প্রায় ছয় পুরুষ আগে এগরার ভদ্রছত্রি থেকে মন্নিরাম ভূঁইয়া এই গ্রামে এসে জমিদারি শুরু করেন। জমিদার বাড়িকে ঘিরে রয়েছে বহু ঐতিহাসিক ঘটনা। এক সময় কাঁথি কিশোরনগর গড়ের রাজা যাদবরাম ইংরেজদের খাজনা দিতে না পেরে মল্লিকপুরের জমিদারদের কাছ থেকে ৫,০০০ টাকা ধার নেন এবং বিনিময়ে কৃতজ্ঞতা স্বরূপ কণকপুর, কিশোরনগর ও জালালখাঁন বাড় এলাকার বায়নানামা জমিদারের হাতে তুলে দেন। ধীরে ধীরে বাড়তে থাকে রমরমা আর সুনাম। কিন্তু সেই সুনামের মাঝেই লুকিয়ে আছে রোমহর্ষক এক বিবাদ ও রক্তের কাহিনী।

advertisement

এক সন্ধ্যায় জমিদার মন্নিরাম ভূঁইয়া বালিঘাই সেতুর কাছে একটি বাড়িতে আনন্দে মত্ত ছিলেন। ঠিক সেই সময় এলাকার দোর্দণ্ডপ্রতাপ এক দারোগাও সেখানে পৌঁছান। দরজা খুলতে বললে মন্নিরাম ভিতর থেকে জানতে চান কে এসেছে। উত্তরে দারোগা তাকে গালিগালোজ করে। তাতেই প্রচণ্ড রেগে যান মন্নিরাম। তিনি সাঙ্গপাঙ্গ নিয়ে দারোগাকে আক্রমণ করেন এবং শেষে জলে ভাসিয়ে দেন। পরে মামলা শুরু হয়। সেই মামলার শুনানিতে হাতির পিঠে চড়ে মেদিনীপুর যেতেন মন্নিরাম, সঙ্গে ঘুষ হিসেবে দিতেন মাছ—যার পেটে থাকত রুপো-পয়সা। ধীরে ধীরে এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে এবং জমিদারের পরিচিতি হয় ‘দারোগা মারা ভূঁইয়া’ নামে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ পাঁশকুড়ায়, রাজ্য জুড়ে ২০০-রও বেশি পড়ুয়ার অংশগ্রহণ
আরও দেখুন

রহস্যে ঘেরা এই জমিদার বাড়ির বর্তমান অবস্থা বেশ শোচনীয়। এগরা কলেজের অধ্যাপক ডঃ মলয় বারিকের মতে, জমিদার বাড়িটি সম্পূর্ণ ভগ্নদশায় পরিণত হয়েছে, যে-কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা। তবুও এখানে আজও বসবাস করছেন জমিদার পরিবারের মানুষ। বাড়ির ভিতরে রয়েছে প্রাচীন কিছু মন্দির, যার মধ্যে সবচেয়ে পুরনো রঙ্গমলিকা মন্দির। ওড়িশার যাযপুর থেকে বনবিহারী চক্রবর্তী রঙ্গমল্লিকাকে এখানে প্রতিষ্ঠা করেন। এছাড়াও রয়েছে লক্ষ্মীজনার্দন এবং মধুসূদনের মন্দির। দিঘা–রামনগর হয়ে এগরা বা কাঁথি থেকে বেলদা-কাঁথি রাজ্য সড়ক ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় এই জমিদার বাড়িরতে। দিঘার সমুদ্রসৈকত ঘুরে রহস্য-রোমাঞ্চের স্বাদ নিতে একবার ঘুরে আসতে পারেন এই ‘দারোগা মারা ভূঁইয়া’র জমিদার বাড়ি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Historical Place: পরতে পরতে ইতিহাস, দিঘার কাছেই রহস্যময় 'দারোগা মারা ভূঁইয়া'র জমিদার বাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল