Maths Suggestion For Madhyamik: হাতে আর ক'দিন, অঙ্কে ফুলমার্কস পেতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্যারের সাজেশন

Last Updated:

Anka Suggestion For Madhyamik: সামনেই মাধ্যমিক , শেষ মুহূর্তে অংকের টিপস পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের শিক্ষকের! আর চিন্তা নেই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নিয়ে , এই টিপস মেনে চললেই দারুণ রেজাল্ট!

+
অঙ্কের

অঙ্কের শেষ মিনিট সাজেশন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন স্যারের

পুরুলিয়া: ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের ভিত মজবুত হয়।‌আগামিদিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকখানি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ‌ তাই মাধ্যমিকে ভাল ফলাফল করতে সমস্ত দিক থেকেই চেষ্টা করে যান ছাত্র-ছাত্রীরা। তবে ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেরই ভয় ভীতি থাকে গণিত বা অঙ্ক পরীক্ষা নিয়ে। তাই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের প্রক্টর ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান দেবাশিষ মন্ডল দিচ্ছেন বেশ কিছু সাজেশন।
এ বিষয়ে তিনি বলেন ‌, ম্যাথসের উপর সেভাবে কোনও সাজেশন হয় না। তবুও বিগত বছরের প্রশ্নপত্র গুলো যদি দেখা হয় তাহলে বেশ কিছু ক্ষেত্রে সার্বিক ধারণা পাওয়া সম্ভব হবে।
অঙ্কের শেষ মিনিট সাজেশন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন স্যারের
advertisement
অঙ্কের শেষ মিনিট সাজেশন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন স্যারের
advertisement
তার জন্য তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করে দেন। ‌ এগুলি মেনে চললে মাধ্যমিকে শেষ মুহূর্তে কিছুটা হলেও ভাল নম্বর তুলতে পারবেন ছাত্রছাত্রীরা। ‌ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্ট নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি।
advertisement
মাধ্যমিক পরীক্ষা মানেই জীবনের মান নির্ণয়ের পরীক্ষা। ‌এই পরীক্ষার পরেই ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য অগ্রসর হন। তাই এই মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করা ছাত্র-ছাত্রীদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। তাই প্রতিনিয়ত রেজাল্ট ভালো করার জন্য প্রচেষ্টা করে যান তারা। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বরাবরই মাধ্যমিকে জন্য চর্চিত। ‌
কারণ এখানকার ছাত্ররা প্রতি বছরই দুর্দান্ত রেজাল্ট করে তাক লাগিয়ে দেন। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য শেষ মুহূর্তে বেশ কিছু সাজেশন দিচ্ছেন।‌ তা মেনে চললেই অঙ্কেতে বাজিমাত করতে পারবে মাধ্যমিক পড়ুয়ারা।
advertisement
Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maths Suggestion For Madhyamik: হাতে আর ক'দিন, অঙ্কে ফুলমার্কস পেতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্যারের সাজেশন
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement