GRP: নিউ ফারাক্কা স্টেশনে হঠাৎ তল্লাশিতে জিআরপি! এক ব্যক্তির ব্যাগ থেকে যা মিলল, আঁতকে উঠল সকলে!

Last Updated:

GRP: পাঁচটি প্যাকেটে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা।

প্রতীকী চিত্র (ছবি: AI)
প্রতীকী চিত্র (ছবি: AI)
নয়াদিল্লি: দিল্লি পাচার করার আগে এক ব্যক্তিকে হেরোইন সহ গ্রেফতার করল নিউ ফরাক্কা জিআরপি। শনিবার নিউ ফরাক্কা স্টেশনে এক ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে নিউ ফরাক্কার জিআরপি (রেল পুলিশ)। তারপর তাকে গ্রেফতার করে।
advertisement
মালদহ জিআরপির আইসি প্রশান্ত রাই জানান, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির এসওজিনিউ ফরাক্কার জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝা-এর নেতৃত্বে জিআরপি পুলিশের একটি টিম নিউ ফরাক্কা স্টেশনেরনম্বর প্লাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি প্যাকেট
advertisement
advertisement
পাঁচটি প্যাকেটে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। তারপর তাকে গ্রেফতার করে নিউ ফরাক্কার জিআরপি পুলিশপুলিশের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত করা হেরোইন বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসে। এখান থেকে ট্রেনে করে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে ঘোড়াফেরা করছিল।
advertisement
ধৃতের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগরেদিল্লি পাচার করার উদ্দেশ্যে ছিল তার বলে জানা যায়ধৃতকে রবিবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হয়ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তার তদন্ত করে দেখছে নিউ ফরাক্কা জিআরপি
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
GRP: নিউ ফারাক্কা স্টেশনে হঠাৎ তল্লাশিতে জিআরপি! এক ব্যক্তির ব্যাগ থেকে যা মিলল, আঁতকে উঠল সকলে!
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement