TRENDING:

Saraswati Puja 2024: পুরোহিত নয়, ছাত্রীরাই করেন পুজো, বাংলার এই কলেজের ১৭ বছরের পুরনো রীতির কথা অনেকেই জানতেন না

Last Updated:

Saraswati Puja: ইতিমধ্যেই শাস্ত্র অনুযায়ী তাঁরা সরস্বতী পুজো করার প্রশিক্ষণ নিচ্ছেন। টানা এক মাস ধরে চলে তাঁদের এই প্রশিক্ষণ। ‌ মূলত এই কলেজের হস্টেলে থাকা ছাত্রীরাই এই প্রশিক্ষণ নিয়ে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: অসীম ক্ষমতাসম্পন্ন হন নারীরা। ২১ শতকের নারীরা কোনও অংশেই পিছিয়ে নেই পুরুষের থেকে। তাঁরা পুরুষের সঙ্গে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে সমস্ত কাজ করতে সক্ষম। সংসার চালানো থেকে শুরু করে বিমান ওড়ানো, সমস্ত কাজেই পারদর্শী এই ২১ শতকের নারীরা। পুরুষের তুলনায় যে কোনও অংশেই পিছিয়ে নেই তা আবারও প্রমাণ করে দিল পুরুলিয়ার নিস্তারিণী কলেজের ছাত্রীরা।
advertisement

পুরুলিয়া শহরের অন্যতম পরিচিত কলেজ নিস্তারিণী কলেজ। বহু পড়ুয়া এই কলেজে পড়াশোনা করে। সামনেই সরস্বতী পুজো, পুরুলিয়া জেলার বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জোর কদমে চলছে তারই প্রস্তুতি। ‌ তবে পুরুলিয়া শহরের নিস্তারিণী কলেজের সরস্বতী পুজোর চিত্রটা অনেকটাই অন্যরকম। কারণ এই কলেজে বাগদেবীর পুজো সম্পন্ন হয় মহিলা পুরোহিতদের দ্বারা। সরস্বতী বন্দনার এক অনন্য রূপ দেখা যাবে পুরুলিয়ায় এই কলেজে। ইতিমধ্যেই শাস্ত্র অনুযায়ী তাঁরা সরস্বতী পুজো করার প্রশিক্ষণ নিচ্ছেন। টানা এক মাস ধরে চলে তাঁদের এই প্রশিক্ষণ। ‌ মূলত এই কলেজের হস্টেলে থাকা ছাত্রীরাই এই প্রশিক্ষণ নিয়ে থাকেন।

advertisement

আরও পড়ুন: সেটে আচমকা জোর করে চুমু! ছোট্ট নায়িকাকে যৌন হেনস্থা… ডাইনি অপবাদ পাওয়া সেই সুন্দরীর ঠিকানা আজ ১০০ কোটির ঘর

এ বিষয়ে নিস্তারিণী কলেজের প্রিন্সিপাল ইন্দ্রানী দেব জানান, ২০০৭ সাল থেকে তাঁর কলেজে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়েরা যে কোনও অংশেই পুরুষের থেকে কম নয়, তা বোঝানোই উদ্দেশ্য। কলেজের পড়ুয়াদের মধ্যে এর যথেষ্ট সাড়া পড়েছে। টানা একমাস ধরে তার জন্য কলেজের মেয়েরাই প্রশিক্ষণ নেন।

advertisement

View More

এ বিষয়ে ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া পুরোহিত বলেন, ”শাস্ত্রে কোথাও লেখা নেই মেয়েরা পুজো করতে পারেন না। পুরুলিয়াতে মহিলা পুরোহিতের প্রচলন অন্য কোথাও সেই ভাবে নেই, কিন্তু নিস্তারিণী কলেজ তার একেবারেই ব্যতিক্রম।” এই পুজোর সঙ্গে জড়িত এক ছাত্রী জানান, তাঁদের কলেজের উদ্যোগেই এত বড় প্রাপ্তি। কলেজের সরস্বতী পূজায় মহিলা পুরোহিত হিসাবে যে তিনি পুজো করতে পারছেন এতে তাঁর ভীষণই ভাললাগছে।

advertisement

পুরুলিয়ার বিভিন্ন মহকুমা থেকে নিস্তারিণী কলেজে পড়াশোনা করতে আসেন অনেক ছাত্রী। মূলত নিস্তারিণী কলেজে হস্টেলে থাকা ছাত্রীরাই পৌরহিত্যের কাজে জড়িত হতে পারেন। নারী পুরুষের মধ্যে যে কোনও ভেদাভেদ নেই তারই জলজ্যান্ত উদাহরণ পুরুলিয়ার এই নিস্তারিণী কলেজ।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোয় ছিল না, কালীপুজোয় খুশিতে ডগমগ করছেন বাঁকুড়ার শিল্পীরা। হঠাৎ কী হল?
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: পুরোহিত নয়, ছাত্রীরাই করেন পুজো, বাংলার এই কলেজের ১৭ বছরের পুরনো রীতির কথা অনেকেই জানতেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল