Job Opportunity : পঞ্চায়েত দফতরের 'এই প্রোজেক্টে' কাজের বড় সুযোগ মহিলাদের জন্য! ঘরে বসে উপকার হবে আপনারও

Last Updated:

Job Opportunity : সরকারি উদ্যোগে খাঁটি সরিষার তেল তৈরি করে কর্মসংস্থানে জোর আনার চিন্তাভাবনা পূর্ব মেদিনীপুর জেলায়। গ্রামের মহিলাদের প্ল্যান্ট চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

+
সরিষার

সরিষার তেল তৈরির প্ল্যান্ট।

তমলুক, সৈকত শী: সরকারি উদ্যোগে খাঁটি সরিষার তেল তৈরি করে কর্মসংস্থানে জোর আনার চিন্তাভাবনা পূর্ব মেদিনীপুর জেলায়। যতই দিন যাচ্ছে সবকিছুতেই ভেজালের পরিমাণ বাড়ছে। ভেজাল যুক্ত খাদ্যবস্তু গ্রহণের পর সাধারণ মানুষের শরীর স্বাস্থ্য ক্রমশ অবনীতির দিকে। দৈনন্দিন রান্নার প্রধান উপকরণ ভোজ্য তেল। ভোজ্য তেলের নামে প্রথমেই আসে সরষের তেলের কথা। বাজার চলতি বিভিন্ন ভোজ্য তেল বা খাদ্যবস্তু বিজ্ঞাপনী চমকে ১০০ শতাংশ খাঁটি বললেও তা পুরোপুরি খাঁটি নয় বলে মন্তব্য বিশেষজ্ঞদের। তবে আর সেসব নয়, উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দফতরের অধীনে থাকা সিএডিসি।
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দফতরের অধীনে থাকা সিএডিসি তমলুক প্রোজেক্টে শুরু হয়েছে ১০০ শতাংশ খাঁটি সরষের তেল উৎপাদন করা। তমলুক প্রোজেক্টে বসেছে সরিষার তেল উৎপাদনের প্ল্যান্ট। সারা বছর সরিষার তেল উৎপাদনের জন্য গ্রামের মহিলাদের প্ল্যান্ট চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মসংস্থান তৈরি হয়েছে। ফলে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন ওইসব মহিলারা। সরকারি প্রশিক্ষণ পেয়ে প্ল্যান্টে সরিষার তেল উৎপাদন করছে মহিলারা। এই প্ল্যান্টের মাধ্যমে সারা বছর কর্মসংস্থান হচ্ছে মহিলাদের। পূর্ব মেদিনীপুর জেলা বিভিন্ন ব্লকের মহিলারা সিএডিসির উদ্যোগে নানান ধরনের প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বনির্ভর হয়েছে। ফিরিয়েছে সংসারের হাল। এবার সারা বছর কর্মসংস্থানের পথ সরিষার তেল প্ল্যান্টে।
advertisement
advertisement
এ বিষয়ে, সিএডিসি প্রজেক্ট ডাইরেক্টর উত্তম কুমার লাহা জানান, বাজারে খাঁটি সরিষার তেল পাওয়া যায় না। বর্তমানে খাঁটি বা বিশুদ্ধ জিনিসের চাহিদা রয়েছে। বিশুদ্ধ সরিষার তেল কিনতে আগ্রহী অনেকেই। প্রথম বছর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এক হাজার লিটার সরিষার তেল উৎপন্ন করা। ইতিমধ্যেই ৫০০ লিটার উৎপাদন হয়েছে। বাঁকুড়া থেকে সরিষা এনে প্ল্যান্টে বিশুদ্ধ সরিষার তেল উৎপাদন করা হচ্ছে। কাজ করছেন স্ব-সহায়ক দলের মহিলারা। তাঁরা প্রতিদিনই কাজ পাচ্ছেন। ফলে তাদের একটা কর্মসংস্থান গড়ে উঠেছে এই বিশুদ্ধ সরিষার তেল উৎপাদনের মাধ্যমে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সিএডিসির উৎপন্ন করা বিশুদ্ধ সরিষার তেল বাজারে ১৯০ টাকা প্রতি লিটার দরে বিক্রি হচ্ছে। চাহিদার সঙ্গে উৎপাদন বজায় রেখেছে সিএডিসি। কারণ কোনরকম প্রিজারভেটিভ থাকছে না এই সরিষার তেলে। সরিষার তেল উৎপাদন বাড়াতে, আগামী দিনে সিএডিসি তমলুক প্রজেক্ট জেলায় সরিষা চাষের পরিমাণ বাড়াতে চায়। সিএডিসি তমলুক প্রোজেক্ট থেকে জানা যায়, এই সরিষার চাষও করবে মহিলারা। ফলে বাজারে বিশুদ্ধ সরিষার তেল যোগান দিতে সিএডিসি তমলুক প্রোজেক্ট নতুন করে মহিলাদের কর্মসংস্থানের পথ খুলে দিল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job Opportunity : পঞ্চায়েত দফতরের 'এই প্রোজেক্টে' কাজের বড় সুযোগ মহিলাদের জন্য! ঘরে বসে উপকার হবে আপনারও
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement