পুলিশ সূত্রে খবর, কলকাতার রাজারহাট সল্টলেকের সাইবার শাখার হাতে এই বিষয়ে একটি তথ্য এসেছিল। যেখানে দেখা গিয়েছে বিভিন্ন আইডি ব্যবহার করে সমাজমাধ্যম থেকে শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করা হচ্ছিল। এরপরই সেগুলি জমিয়ে রাখা হয়। পরে সুযোগ বুঝে সমাজমাধ্যমে সেই গুলিকে টাকার বিনিময়ে শেয়ার করা হচ্ছিল। এই তথ্য পাওয়ার পরই সাইবার শাখা ও সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালায়। পুলিশের ততপরতাত গ্রেফতার হয় অভিযুক্ত।
advertisement
আরও পড়ুনঃ সাবধান! অল্প বয়সী যুবকের মাথায় ধুরন্ধর বুদ্ধি! যেভাবে লুঠ করলেন নিরীহ মহিলাদের ভাবতে পারেনি কেউ
দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকা থেকে ওই যুবকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল পাওয়া যায়। তার মধ্যে প্রচুর এই ধরণের ছবি ও ভিডিও মিলেছে। টাকা পয়সা লেনদেনেরও নথি পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, ভারতবর্ষে বহু অবৈধ ওয়েবসাইট বন্ধ রয়েছে। সেই সাইটগুলি থেকে এই ভিডিওগুলি ডাউনলোড করা হত। এরপরই ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী মূল্য নির্ধারণ করা হত। পরে সমাজমাধ্যমকে ব্যবহার করে সেগুলি বিক্রি করা হত। ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন।