এখানকার কাঁঠাল খুব উন্নতমানের হাওয়ায় রাজ্যের বাইরে এই কাঁঠালের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে দিল্লির বাজার জুড়ে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার কাঁঠাল রাজত্ব করছে। প্রতিদিন মাজদিয়া থেকে ১০ থেকে ১২ টা করে ২০ চাকার গাড়ি করে কাঁঠাল পৌঁছে যাচ্ছে দিল্লিতে।
আরও পড়ুন: মুরগির ডিম ভাবলেই গেল! খুদেদের স্কুলের পাশেই যা উদ্ধার, জানলে রাতের ঘুম উড়ে যাবে আপনারও
advertisement
এ ব্যাপারে কাঁঠাল ব্যবসায়ী বিপদ শুকুল জানান, ছয় থেকে সাত টাকা কেজি দরে এই কাঁঠাল তারা কিনছেন। মাজদিয়ার কাঁঠাল যেহেতু উন্নতমানের সেই জন্যই দিল্লিতে এখানকার কাঁঠালের চাহিদা দিন দিন বাড়ছে। এর ফলে তারাও ব্যবসায়ীর দিক থেকে লাভবান হচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় কৃষক রুপ কুমার ঘোষ জানান, দিল্লিতে তাদের কাঁঠাল পৌঁছে যাওয়ায় তারা যেমন লাভবান হচ্ছেন, তেমনই ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। মাজদিয়ার কাঁঠালের স্বাদ ও গুণগতমানে উন্নত হওয়ায় চাহিদা তুঙ্গে। দিল্লিতে তাদের কাঁঠাল পৌঁছে যাওয়াই তারাও কাঁঠাল চাষ করে লাভবান হচ্ছেন। বলা যেতেই পারে কৃষকরা বিকল্প চাষ হিসাবে কাঁঠাল চাষকে বেছে নিয়ে লাভবান হচ্ছেন।
Mainak Debnath





