আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই সবাই মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজয়। দুর্গাপুজোর ঠিক কয়েকদিন আগে হয়ে থাকে মহালয়া। তৎকালীন সময়ে মহালয়ার চণ্ডীপাঠ শোনার একমাত্র ভরসা ছিল রেডিও।বর্তমানে সেই রেডিওর চাহিদা নেই বললেই চলে।
আরও পড়ুন: নৌকায় ঝাঁপিয়ে পড়ল বাঘ! মৎস্যজীবীকে টানতে টানতে নিয়ে গেল জঙ্গলে
advertisement
যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে বেড়েছে স্মার্টফোন ও স্মার্ট টেলিভিশনের চাহিদা। আজও বয়স্ক মানুষেরা মহালয়ার আগে রেডিওর দোকানে ভিড় জমান রেডিও সারিয়ে নেওয়ার জন্য। মহালয়াতে রেডিওর মাধ্যমে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে সেই চন্ডীপাঠ শুনতে শ্রুতি মধুর লাগে, দাবি মধ্য বয়স্কদের। তাইতো মহালয়ার আগে সেই রেডিও সারিয়ে নিচ্ছেন বয়স্করা।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের ইলেকট্রনিকস জিনিসপত্র সারাইয়ের দোকানগুলিতে বর্তমানে এমনই ছবি ধরা পড়ছে। গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর আগে এটাই পরিচিত ছবি। প্রত্যেক বছর মহালয়ার আগে চন্দ্রকোনা,ঘাটাল,দাসপুরের মত এলাকায় রেডিওর দোকানগুলিতে ভিড় জমান বয়স্ক মানুষেরা। কারণ এই রেডিও সারিয়ে তাঁরা মহালয়া শুনবেন।
আরও পড়ুন: নদীর ধারে পড়ে ‘ওটা’ কী! কাছে যেতেই দেখা যায় জ্ঞান হারানোর অবস্থা স্থানীয়দের, খবর পেয়েই ছুটে এল পুলিশ
তবে সারা বছর রেডিওর বিশেষ একটা চাহিদা থাকে না বলে রেডিও মেকানিকের পেশায় আর কেউ খুব একটা আসতে চাইছে না। মহালয়ার আগে এই হঠাৎ এসে পড়া চাপ সামলাতে যে কয়েকজন মেকানিক এখনও আছেন তাঁরা হিমশিম খান। তবে এতেই ওদের আনন্দ।