নদীর ধারে পড়ে 'ওটা' কী! কাছে যেতেই দেখা যায় জ্ঞান হারানোর অবস্থা স্থানীয়দের, খবর পেয়েই ছুটে এল পুলিশ

Last Updated:

বুধের শুরুতেই চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটি থানা এলাকায়। নদীর ধারে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়।

বীরভূমের উদ্ধার ব্যক্তির মৃ*তদেহ
বীরভূমের উদ্ধার ব্যক্তির মৃ*তদেহ
বীরভূম, সৌভিক রায়: বুধের শুরুতেই চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটি থানা এলাকায়। নদীর ধারে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার অন্তর্ভুক্ত ভদ্রপুর গ্রামে এক নদীর ধারে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম উজ্জ্বল বিত্তার বাড়ি সেই গ্রামেই।
এদিন সকালে ভদ্রপুর, রায়পুর সংলগ্ন নদীর ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকার স্থানীয় বাসিন্দারা প্রত্যেক দিনের মতো নদীর ধারে দিয়ে নিজের কাজে যাচ্ছিলেন সেই সময় সেই মৃতদেহটি দেখতে পায়। প্রথমে হঠাৎ করে মৃতদেহটি পড়ে থাকতে দেখে আতঙ্কে কেঁপে ওঠেন গ্রামের বাসিন্দারা।
advertisement
advertisement
এর পর পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা পরিবারের লোকজনকে খবর দেন এবং পরিবারের লোকজনেরা মৃতদেহটি চিহ্নিত করে বীরভূমের নলহাটি থানার পুলিশ প্রশাসনকে খবর দিলে তৎক্ষণাৎ নলহাটি থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় নদীর উপরে একটি গাছে গামছা ঝুলছে আর মাটিতে পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আ*ত্মহ*ত্যা করতে গিয়ে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। মৃত দেহটি উদ্ধার করে রামপুরহাট গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের তরফ থেকে জানা যায়, গতকাল বিকালবেলায় উজ্জ্বল বিত্তার ভাত খেয়ে বেরিয়ে পড়েন তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা রাত একটা পর্যন্ত খোঁজাখুঁজি চালায়। তাতেও খোঁজ মেলেনি উজ্জ্বলের। এরপরই এদিন সকাল বেলায় রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। ঘটনার পরেই রীতিমতো শোকের ছায়া নেমেছে পরিবারের মধ্যে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নদীর ধারে পড়ে 'ওটা' কী! কাছে যেতেই দেখা যায় জ্ঞান হারানোর অবস্থা স্থানীয়দের, খবর পেয়েই ছুটে এল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement