Fisherman Missing: নৌকায় ঝাঁপিয়ে পড়ল বাঘ! মৎস্যজীবীকে টানতে টানতে নিয়ে গেল জঙ্গলে

Last Updated:

সোমবার বিকালে তাঁরা যখন চামটার জঙ্গলের কাছে মাছ ধরছিলেন সেই সময় হঠাৎই একটি বাঘ তাঁদের নৌকার উপরে লাফিয়ে পড়ে। চোখের নিমেষে চিরঞ্জিত মণ্ডলকে বাঘ মুখে করে টেনে নিয়ে গভীর জঙ্গলে হারিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই মৎসজীবী বাঘের পিছনে ধাওয়া করেও চিরঞ্জিতের কোন‌ও খোঁজ পাননি

বাঘের আতঙ্ক<br><br>
বাঘের আতঙ্ক<br><br>
গোসাব, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: সুন্দরবনে আবারও বাঘের পেটে মৎস্যজীবী! পেটের দায়ে জঙ্গলে গিয়ে দক্ষিণ রায়ের খপ্পরে পড়তে হল আরও এক দরিদ্র মানুষকে। চামটার জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘে টেনে নিয়ে গেল মৎসজীবী চিরঞ্জিত মণ্ডলকে। এখনও পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে। নিখোঁজ মৎসজীবী চিরঞ্জিত মণ্ডলের বাড়ি গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার কালিদাসপুরে। ওই মৎস্যজীবীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩১ আগস্ট চিরঞ্জিত মণ্ডল সহ তিনজন মৎসজীবী সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। সোমবার বিকালে তাঁরা যখন চামটার জঙ্গলের কাছে মাছ ধরছিলেন সেই সময় হঠাৎই একটি বাঘ তাঁদের নৌকার উপরে লাফিয়ে পড়ে। চোখের নিমেষে চিরঞ্জিত মণ্ডলকে বাঘ মুখে করে টেনে নিয়ে গভীর জঙ্গলে হারিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই মৎসজীবী বাঘের পিছনে ধাওয়া করেও চিরঞ্জিতের কোন‌ও খোঁজ পাননি।
advertisement
আরও পড়ুন: নদীর ধারে পড়ে ‘ওটা’ কী! কাছে যেতেই দেখা যায় জ্ঞান হারানোর অবস্থা স্থানীয়দের, খবর পেয়েই ছুটে এল পুলিশ
মঙ্গলবার বিকালে নিখোঁজ চিরঞ্জিতকে ছাড়াই বাকি দুই মৎস্যজীবী ফিরে আসেন। তাঁদের থেকে গোটা বিষয়টি জেনে কান্নায় ভেঙে পড়ে চিরঞ্জিত মণ্ডলের পরিবার। পাশাপাশি বন দফতর ও সুন্দরবন কোস্টাল থানায় খবর দেওয়া হয়। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলা মুখ্য বনাধিকারিক নিশা গোস্বামী জানান, ওই নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন বন কর্মীরা। এদিকে যত সময় যাচ্ছে ততই আশঙ্কা বাড়ছে মৎস্যজীবীর পরিজনদের মধ্যে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fisherman Missing: নৌকায় ঝাঁপিয়ে পড়ল বাঘ! মৎস্যজীবীকে টানতে টানতে নিয়ে গেল জঙ্গলে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement