TRENDING:

East Bardhaman News: অসহায় নিরাশ্রয় বৃদ্ধার পাশে দাঁড়ালেন গুসকরার চা-বিক্রেতা, সাহায্যের হাত বাড়ালেন বাউল শিল্পী কার্তিক দাস

Last Updated:

পূর্ব বর্ধমানের গুসকরা শহরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চা বিক্রেতা পাঞ্জাব শেখ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের গুসকরা শহরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চা বিক্রেতা পঞ্জাব শেখ। বছর পঁয়ষট্টির মানসিক ভারসাম্যহীন কৃষ্ণা ঘোষ দীর্ঘ পাঁচ বছর ধরে ভেদিয়া সংলগ্ন স্কুলমোড় এলাকার একটি জরাজীর্ণ পরিত্যক্ত বাড়ির বারান্দায় বসবাস করছিলেন। আগাছা ও আবর্জনায় ভরা সেই জায়গাই ছিল তাঁর একমাত্র আশ্রয়।
advertisement

একসময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতেন তিনি। স্বামী ও দুই মেয়েকে নিয়ে ছিল সংসার। কিন্তু স্বামীর মৃত্যু ও মেয়েদের বিয়ের পর একাকীত্ব ও অবহেলায় মানসিক ভারসাম্য হারান। আজ তাঁর খোঁজ রাখেন না মেয়েরাও। এই করুণ অবস্থার কথা জানতে পেরে চা বিক্রেতা পঞ্জাব শেখ নিজেই ছুটে যান বৃদ্ধার কাছে। সঙ্গে ছিলেন বাউল শিল্পী কার্তিক দাস, স্থানীয় মানুষ ও পুলিশ কর্মীরা। পঞ্জাব শেখ নিজে হাতে পরিষ্কার করেন আশপাশের এলাকা, ত্রিপল টাঙিয়ে তৈরি করেন অস্থায়ী আশ্রয়।

advertisement

সঙ্গে দেন কম্বল, জামাকাপড় ও খাদ্যসামগ্রী। পঞ্জাব শেখ বলেন, ” প্রশাসন-সহ সকলের কাছে অনুরোধ, এই মহিলার প্রতি নজর রাখুন। একটা স্থায়ী বাসস্থানের জায়গা হলে ভাল হত।” এই উদ্যোগে কেউ অর্থ, কেউ খাদ্য বা শ্রম দিয়ে পাশে দাঁড়ান। পাঞ্জাব শেখ বলেন, ”আমি একা করিনি, অনেকেই পাশে থেকেছেন। কার্তিক দাস দাদার সহযোগিতা সত্যিই অনন্য।”

advertisement

স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের তরফেও এই মানবিক উদ্যোগের সাধুবাদ জানানো হয়েছে। এলাকাবাসীরা বলছেন, ”মানবিকতা এখনও বেঁচে আছে, তা প্রমাণ করলেন পঞ্জাব শেখ।”এক সাধারণ চা-বিক্রেতার এই অসাধারণ কাজ গুসকরাকে গর্বিত করেছে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিরিয়ানি কিনলে মিলবে সোনা! রেস্তোরাঁতে গিয়ে 'লটারি' জেতা ভাগ্য, দেরি না করে পৌঁছে যান
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: অসহায় নিরাশ্রয় বৃদ্ধার পাশে দাঁড়ালেন গুসকরার চা-বিক্রেতা, সাহায্যের হাত বাড়ালেন বাউল শিল্পী কার্তিক দাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল