TRENDING:

Lakshmi Puja 2025: মুর্শিদাবাদের 'এই' গ্রামে হয় না দুর্গাপুজো! উৎসবের রঙ লাগে লক্ষ্মীপুজোয়! মেলা, যাত্রা... আরও কত কী

Last Updated:

Lakshmi Puja 2025: সোমবার রাতে ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। সেই লক্ষ্মীপুজোতে মেতে উঠল মুর্শিদাবাদের কান্দি ব্লকের মনোহরপুর গ্রাম। এই গ্রামে কোন শারদীয়া উৎসব হয় না। কৃষি প্রধান মনোহরপুর গ্রামে মা লক্ষ্মীর আরাধনা হয় জাঁকজমকভাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, মা উমা বিদায় হয়ে গেলেও বাঙালি উৎসব মুখর এখনও। সোমবার রাতে ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। সেই লক্ষ্মীপুজোতে মেতে উঠল মুর্শিদাবাদের কান্দি ব্লকের মনোহরপুর গ্রাম। কান্দি ব্লকের আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে মনোহরপুর গ্রামে প্রায় বারোশো লোকের বসবাস।
advertisement

গ্রামের অন্যতম সদস্য অশোক মন্ডল জানান, কৃষি প্রধান এলাকা হিসাবে পরিচিত এই গ্রামে কোন শারদীয়া উৎসব হয় না, কিন্তু লক্ষ্মীপুজোয় মেতে ওঠেন গ্রামবাসীরা। গ্রামের সকল স্তরের মানুষ লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে চারদিন ধরে উৎসবে সামিল হন। লক্ষ্মীপুজো উপলক্ষে শুধু পুজো নয়, মেলা, যাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে।

আরও পড়ুনঃ অভিনব অভিজ্ঞতা! ৫০০ গ্রাম সোনার গয়নায় সেজে ধনলক্ষ্মী বিরাজমান প্যারিসের অপেরা হাউস! মথুরাপুরে লক্ষ্মীপুজোয় বড় চমক

advertisement

পাশাপাশি ভাসানে আতশবাজী প্রদর্শনী করা হয়। প্রায় একশো দশ বছরের প্রাচীন এই লক্ষ্মীপুজো। লক্ষ্মী ও নারায়ণ একসঙ্গে পূজিত হন এখানে। গ্রামবাসীরা দুর্গাপুজোর আনন্দ না করলেও লক্ষ্মীপুজোয় মেতে ওঠেন ছোট থেকে বড় সবাই।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

মূলত চাষের ফলন ভাল হওয়ার জন্য এই গ্রামে লক্ষ্মীপুজো চালু করা হয়। সেই থেকে আজও ঐতিহ্য পরম্পরার মধ্যে দিয়ে উৎসব পালন করা হয়। এই গ্রামের প্রধান পুজো লক্ষ্মী দেবীর আরাধনা। এবছর পুজোকে ঘিরে গ্রামের বাসিন্দাদের মধ্যে উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সোমবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে যাত্রা। বৃহস্পতিবার পর্যন্ত চলবে যাত্রা। তারপরে হবে আতশবাজী সহকারে প্রতিমা নিরঞ্জন পর্ব। আর তারপরেই শেষ হবে মনোহরপুর গ্রামের ঐতিহ্যপূর্ণ কোজাগরী লক্ষ্মীপুজো।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmi Puja 2025: মুর্শিদাবাদের 'এই' গ্রামে হয় না দুর্গাপুজো! উৎসবের রঙ লাগে লক্ষ্মীপুজোয়! মেলা, যাত্রা... আরও কত কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল