কাঠামো প্রস্তুত ছিলই আর এবার কিছুদিন আগেই খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রশাসনিক নিয়মকে মান্যতা দিয়ে পুজো করতে উদ্যোগী হয়েছে কামালপুর অভিযান সংঘ। বাংলার গ্রামাঞ্চলের নাম বিশ্ব দরবারে তুলে ধরতে এবং বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি করতে মৃৎশিল্পীদের সঙ্গে নিয়েই শুরু হল প্রতিমা বানানোর কাজ। ৫৫ তম বর্ষে এলাকার সাধারণ মানুষ এবং সমস্ত ক্লাব বারোয়ারীকে সঙ্গে নিয়ে বিগ বাজেটের পুজো হিসেবে পথ চলা শুরু করে সাধারণ মানুষকে বিশ্বের সবথেকে বড় দুর্গা মূর্তি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আরও একধাপ পা এগুলো কামালপুর অভিযান সংঘ।
advertisement
এ বিষয়ে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে শিল্পীরা সকলেই খুশি। তাঁরা জানাচ্ছেন, আবেগ-ভালবাসা- পরিশ্রম সবকিছুই ছিল, কিন্তু প্রশাসনিক নিয়মে কাজ বন্ধ হয়ে যায়। এবার প্রশাসনিক নিয়মকে মান্যতা দিয়ে এত বড় বিগ বাজেটের পুজো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে তাঁরা বদ্ধপরিকর। দেবী মূর্তি তৈরিতে মাটির কাজ শুরু হল। আশা করা যায়, এবারে শহরের বিগ বাজেটের পুজোগুলিকে টেক্কা দেবে গ্রামাঞ্চলের কামালপুর অভিযান সংঘের সবচেয়ে বড় দুর্গা।
Mainak Debnath





