এ বিষয়ে এই কমিটির সদস্য রিতা মুখোপাধ্যায় জানান , দীর্ঘ ১৭ বছর ধরে তারা এই পুজো করে আসছেন। এটি সম্পূর্ণ মহিলা পরিচালিত দুর্গাপুজো। তাদের এ-বছরের থিম দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামছে। দর্শকদের বিরাট সাড়া পেয়েছেন তারা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এ বিষয়ে এক দর্শনার্থী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন , এই মণ্ডপে এসে তাঁর ভীষণই ভাল লেগেছে। একেবারে অন্যরকম ভাবে উপস্থাপনা হয়েছে এই পুজোর। তিনি খুবই খুশি এই পুজোকে ঘিরে।
আরও পড়ুনDurga Puja 2025: রাস্তার ফুটপাথ এবারে পুজো মণ্ডপে! এই মণ্ডপে এলে জানতে পারবেন তাঁদের কাহিনি
ছেলেদের পাশাপাশি সমানভাবে এগিয়ে চলেছে মহিলারা। কারণ মহিলারাও কোন অংশে পিছিয়ে নেই। তাই এবার মহিলা পরিচালিত দুর্গাপুজো সুভাসপল্লি সিন্দারপট্টি সর্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গাপুজো দর্শনার্থীদের মধ্যে বিরাট উন্মাদনা সৃষ্টি করেছে।