দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে এমন একটি প্রবেশপথ, যেখানে দাঁড়িয়ে রয়েছে প্রতীকী রূপে রণসজ্জিত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে দেবীর শক্তির প্রতীক ‘সুদর্শন চক্র’-এর অনুকৃতি। ফলে মণ্ডপে ঢোকার মুহূর্তেই মনে হবে যেন দেবী দুর্গা নিজেই রক্ষা করছেন ভক্তদের চারিদিক থেকে। এই অভিনব চিন্তার নেপথ্যে রয়েছেন এলাকার গৃহবধূরা।
advertisement
তাঁদের বক্তব্য “আমরা চেয়েছি শক্তির দেবীকে আধুনিক রূপে উপস্থাপন করতে। আজকের দিনে প্রতিরক্ষা ব্যবস্থাই শক্তির এক বড় প্রতীক। তাই শিল্পীদের দিয়ে মণ্ডপে সাজিয়েছি S-400।” স্থানীয় মানুষ থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও এই অনন্য উদ্যোগে অভিভূত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মণ্ডপের ছবি ও ভিডিও। কেউ বলছেন, “মণ্ডপ সাজসজ্জায় জাতীয় ভাবনা যুক্ত হয়েছে।” আবার কারও মত, “এমন নতুনত্বে দুর্গাপুজোর আনন্দ আরও বেড়ে যায়।” দুর্গাপুজোতে ভিড় সামলাতে স্থানীয় ক্লাবের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রামপুরহাটের এই গৃহবধূদের দুর্গোৎসব এ বছর জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেবে বলে বিশ্বাস ক্লাব এর সদস্যদের।