ফুল তো নয়, যেন টাকার খনি! বিদেশে প্রতিদিন যাচ্ছে ৫০ হাজার, দেশে রফতানি লাখ ছুঁয়েছে! ওঁদের ঘরে পুজোর আগেই লক্ষ্মীর কৃপা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Lotus Flower : পদ্মফুল ছাড়া দেবী দুর্গার আরাধনা হয় না। প্রতিদিনই ৪০ থেকে ৫০ হাজার পদ্মফুল বিদেশে যাচ্ছে। পড়শি রাজ্যে যাচ্ছে লাখে। দুর্গাপুজোয় লক্ষ্মীলাভ চাষিদের।
advertisement
advertisement
advertisement
advertisement
সারা রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য ও বিদেশে কদর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পদ্মফুলের। দেবী দুর্গার আরাধনায় সন্ধিপুজোর সময় ১০৮ টি পদ্মফুল লাগে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ জুড়ে দুর্গাপুজায় পদ্মফুলের চাহিদা থাকে প্রায় দু থেকে আড়াই কোটি। বেশিরভাগটাই যোগান দেয় কোলাঘাট পাঁশকুড়া সহ পূর্ব মেদিনীপুর জেলার পদ্মচাষিরা।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পদ্মচাষি ও পদ্ম ব্যবসায়ী মোহন মাইতি জানান, প্রতিদিনই বিদেশের মার্কেটে পদ্মফুল যাচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে। প্রতিদিনই ৪০ থেকে ৫০ হাজার পদ্মফুল বিদেশে যাচ্ছে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে ১ লাখের বেশি পদ্মফুল রফতানি করা হচ্ছে।
advertisement
advertisement