ফুল তো নয়, যেন টাকার খনি! বিদেশে প্রতিদিন যাচ্ছে ৫০ হাজার, দেশে রফতানি লাখ ছুঁয়েছে! ওঁদের ঘরে পুজোর আগেই লক্ষ্মীর কৃপা

Last Updated:
Lotus Flower : পদ্মফুল ছাড়া দেবী দুর্গার আরাধনা হয় না। প্রতিদিনই ৪০ থেকে ৫০ হাজার পদ্মফুল বিদেশে যাচ্ছে। পড়শি রাজ্যে যাচ্ছে লাখে। দুর্গাপুজোয় লক্ষ্মীলাভ চাষিদের।
1/8
বিদেশ যাচ্ছে জেলার পদ্মফুল। খুশি পদ্ম চাষিরা। দুর্গাপুজোয় অপরিহার্য পদ্মফুল। পদ্মফুল ছাড়া সম্পন্ন হয় না দুর্গা পুজো। দুর্গাপুজোয় সন্ধিপুজার সময় ১০৮ টি পদ্মফুল দ্বারা পূজিত হয় দেবী দুর্গতিনাশিনী। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তজুড়েই পদ্মফুলে চাষ হয়। (ছবি ও তথ্য: সৈকত শী)
বিদেশ যাচ্ছে জেলার পদ্মফুল। খুশি পদ্ম চাষিরা। দুর্গাপুজোয় অপরিহার্য পদ্মফুল। পদ্মফুল ছাড়া সম্পন্ন হয় না দুর্গা পুজো। দুর্গাপুজোয় সন্ধিপুজার সময় ১০৮ টি পদ্মফুল দ্বারা পূজিত হয় দেবী দুর্গতিনাশিনী। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তজুড়েই পদ্মফুলে চাষ হয়। (ছবি ও তথ্য - সৈকত শী)
advertisement
2/8
বাংলার দুর্গাপুজোয় পদ্মফুলের বড় যোগান পূর্ব মেদিনীপুর জেলা থেকেই। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পদ্ম ব্যবসায়ীরা বিদেশের দুর্গাপুজাগুলিতে ফুলের যোগান দেয়। প্রতিবছর মহালয়ার পর থেকেই বিদেশে পদ্মফুল পাঠানোর ব্যস্ততা লক্ষ্য করা যায়। (ছবি ও তথ্য: সৈকত শী)
বাংলার দুর্গাপুজোয় পদ্মফুলের বড় যোগান পূর্ব মেদিনীপুর জেলা থেকেই। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পদ্ম ব্যবসায়ীরা বিদেশের দুর্গাপুজাগুলিতে ফুলের যোগান দেয়। প্রতিবছর মহালয়ার পর থেকেই বিদেশে পদ্মফুল পাঠানোর ব্যস্ততা লক্ষ্য করা যায়।
advertisement
3/8
চলতি বছর ও পদ্মফুল বিদেশে যাচ্ছে। পাঁশকুড়া ও কোলাঘাটের ফুল ব্যবসায়ীরা সারা রাজ্যের পাশাপাশি বিদেশে দুর্গাপুজোর জন্য ফুল পাঠাচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় ফুলের দাম একেবারেই নিম্নমুখী। (ছবি ও তথ্য: সৈকত শী)
চলতি বছরেও পদ্মফুল বিদেশে যাচ্ছে। পাঁশকুড়া ও কোলাঘাটের ফুল ব্যবসায়ীরা সারা রাজ্যের পাশাপাশি বিদেশে দুর্গাপুজোর জন্য ফুল পাঠাচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় ফুলের দাম একেবারেই নিম্নমুখী।
advertisement
4/8
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া ফুলের হাব। এই দু'টি জায়গায় সারা বছরই ফুল চাষ করেন ফুলচাষিরা। প্রতিবছর দুর্গাপুজোকে লক্ষ্য করে পদ্মফুল চাষ করে থাকেন এই দুই ব্লকের বহু ফুল চাষি। (ছবি ও তথ্য: সৈকত শী)
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া ফুলের হাব। এই দু'টি জায়গায় সারা বছরই ফুল চাষ করেন ফুলচাষিরা। প্রতিবছর দুর্গাপুজোকে লক্ষ্য করে পদ্মফুল চাষ করে থাকেন এই দুই ব্লকের বহু ফুল চাষি।
advertisement
5/8
সারা রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য ও বিদেশে কদর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পদ্মফুলের। দেবী দুর্গার আরাধনায় সন্ধিপুজোর সময় ১০৮ টি পদ্মফুল লাগে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ জুড়ে দুর্গাপুজায় পদ্মফুলের চাহিদা থাকে প্রায় দু থেকে আড়াই কোটি। যার বেশিরভাগটাই যোগান দেয় কোলাঘাট পাঁশকুড়া সহ পূর্ব মেদিনীপুর জেলার পদ্মচাষিরা। (ছবি ও তথ্য: সৈকত শী)
সারা রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য ও বিদেশে কদর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পদ্মফুলের। দেবী দুর্গার আরাধনায় সন্ধিপুজোর সময় ১০৮ টি পদ্মফুল লাগে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ জুড়ে দুর্গাপুজায় পদ্মফুলের চাহিদা থাকে প্রায় দু থেকে আড়াই কোটি। বেশিরভাগটাই যোগান দেয় কোলাঘাট পাঁশকুড়া সহ পূর্ব মেদিনীপুর জেলার পদ্মচাষিরা।
advertisement
6/8
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পদ্মচাষি ও পদ্ম ব্যবসায়ী মোহন মাইতি জানান, 'প্রতিদিনই বিদেশের মার্কেটে পদ্মফুল যাচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে। প্রতিদিনই ৪০ থেকে ৫০ পদ্মফুল বিদেশে যাচ্ছে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে ১ লাখের বেশি পদ্মফুল রপ্তানি করা হচ্ছে। (ছবি ও তথ্য: সৈকত শী)
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পদ্মচাষি ও পদ্ম ব্যবসায়ী মোহন মাইতি জানান, প্রতিদিনই বিদেশের মার্কেটে পদ্মফুল যাচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে। প্রতিদিনই ৪০ থেকে ৫০ হাজার পদ্মফুল বিদেশে যাচ্ছে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে ১ লাখের বেশি পদ্মফুল রফতানি করা হচ্ছে।
advertisement
7/8
বাকি পদ্ম হিমঘরে মজুদ করা হচ্ছে বাংলায় পুজোর জন্য। ইতিমধ্যে ১ থেকে দেড় কোটি পদ্ম মজুদ করা হয়েছে। চলতি বছর পদ্মের যোগান খুব বেশি। তাই দাম একটু কম। পাইকারি বাজারে তিন টাকা থেকে চার টাকা দামে বিক্রি হচ্ছে পদ্মফুল। (ছবি ও তথ্য: সৈকত শী)
বাকি পদ্ম হিমঘরে মজুদ করা হচ্ছে বাংলায় পুজোর জন্য। ইতিমধ্যে ১ থেকে দেড় কোটি পদ্ম মজুদ করা হয়েছে। চলতি বছর পদ্মের যোগান খুব বেশি। তাই দাম একটু কম। পাইকারি বাজারে তিন টাকা থেকে চার টাকা দামে বিক্রি হচ্ছে পদ্মফুল।
advertisement
8/8
পদ্মফুল ছাড়া দেবী দুর্গার আরাধনা হয় না। দেশ থেকে বিদেশ সর্বত্রই দুর্গাপুজোয় জেলার পদ্মফুলের চাহিদা রয়েছে। চাহিদা থাকলেও এবার উৎপাদন বেশি হয় দাম কিছুটা কম। তবে বিদেশের বাজারে দুর্গাপুজোর জন্য পদ্মফুল পাঠিয়ে খুশি জেলার পদ্মচাষিরা। (ছবি ও তথ্য: সৈকত শী)
পদ্মফুল ছাড়া দেবী দুর্গার আরাধনা হয় না। দেশ থেকে বিদেশ সর্বত্রই দুর্গাপুজোয় জেলার পদ্মফুলের চাহিদা রয়েছে। চাহিদা থাকলেও এবার উৎপাদন বেশি হয় দাম কিছুটা কম। তবে বিদেশের বাজারে দুর্গাপুজোর জন্য পদ্মফুল পাঠিয়ে খুশি জেলার পদ্মচাষিরা। (ছবি ও তথ্য - সৈকত শী)
advertisement
advertisement
advertisement