প্রতিবছরই হাজরা মোড় মৈত্রী ভূমির সামনে ভিড় জমান অসংখ্য দর্শনার্থী। সেই হাজরা মোড় মৈত্রী ভূমি এবারের থিম ‘বিষ্ণুর স্বর্গে, অসুরনাশিনী দুর্গে।’ বড় একটি বিষ্ণুমন্দির তৈরি করা হয়েছে। মণ্ডপের সামনে রয়েছে বিষ্ণু মূর্তি। মণ্ডপের ভেতরে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন : চায়ের আড্ডা থেকে জন্ম নিল দুর্গাপুজো! এখানে প্রতিমা বিসর্জন দ্বাদশীতে! কোথায় জানেন?
advertisement
মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেবী প্রতিমা গড়া হয়েছে। কাজ প্রায় শেষের পথে। অন্য বছরের মত এ বছরও দর্শকের মন ভোলাতে প্রস্তুত হলদিয়া হাজরা মোড় মৈত্রী ভূমি পুজো কমিটির সদস্যরা। প্রতিবছর সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা শিরোপা অর্জন অভ্যাসে পরিণত করেছে এই পুজো কমিটি। এবছরও তার অন্যথা হবে না আশা করছেন সদস্যরা।
আরও পড়ুন : পুজো নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন এখানে চলছে বিশাল রথযাত্রার আয়োজন! কী হচ্ছে বলুন তো?
সালটা ১৯৭০। হলদিয়ার এই অঞ্চলে কোনও দুর্গাপুজো হত না। স্থানীয় কয়েকজন মিলে প্রথম উদ্যোগ নেন দুর্গা পুজো করার। সেই শুরু। বর্তমান বছরে পুজোর বয়স ৫৬। শুরুর দিকে এত জাঁকজমক ছিল না। বর্তমান পুজো কমিটির সম্পাদক আশীষ হাজরা বলেন, ‘প্রথমদিকে প্যান্ডেল ভাড়া করা হত না। পুজোর উদ্যোক্তারা নিজের হাতে প্যান্ডেল করে দেবী প্রতিমার আরাধনায় মেতে উঠতেন। প্রথম বছর এই পুজোর বাজেট ছিল ৪০০ টাকা। হলদিয়া তখন শহর হয়ে ওঠেনি।
আরও পড়ুন : একবার দেখলেই চোখ আটকে যাবে! বর্ণপরিচয়ের প্রথম পাতায় সাজল প্রবেশদ্বার! কোথায় জানেন?
গ্রামের মানুষের কাছ থেকে প্যান্ডেল তৈরি সরঞ্জাম জোগাড় করে প্যান্ডেল তৈরি করতেন সেই সময়ের পুজো উদ্যোক্তারা। বর্তমানে সেই পুজোর বাজেট এখন প্রতিবছর ৪০ থেকে ৫০ লক্ষ টাকা।’ প্রতিবছর পুজোর ক’টাদিন শুধুমাত্র পুজোতে মেতে ওঠেন না কমিটির সদস্যরা, এছাড়াও সারা বছরের পাশাপাশি পুজোর সময় বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে এই পুজো কমিটি। হাজরা মোড় মৈত্রী ভূমির এ বছরের দুর্গা পুজোর উদ্বোধন মহাচতুর্থী তিথিতে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বছর পুজোর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। তাই পুজোর প্রস্তুতিতে চরম ব্যস্ত হাজরা মোড় মৈত্রী ভূমির পুজো কমিটির সদস্যরা। পুজোর বয়স যত বাড়ছে, ততই বাড়ছে তার জৌলুস, আড়ম্বর ও জাঁকজমক। তবে ভক্তি-শ্রদ্ধায় ভাটা পড়েনি। পুজো কমিটির সদস্য ও এলাকাবাসীদের পরিবারের হয়ে উঠেছে। স্থানীয় এলাকাবাসীরা ১৯৭০ সালের দুর্গাপুজো প্রথম শুরু করেছিল ৪০০ টাকা দিয়ে। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বিগ বাজেটের পুজো হয়ে উঠেছে হলদিয়ার হাজরা মোড় মৈত্রী ভূমি।