পুজো নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন এখানে চলছে বিশাল রথযাত্রার আয়োজন! কী হচ্ছে বলুন তো?

Last Updated:

Durga Puja 2025 : থিমে ফুটে উঠছে জগন্নাথ মন্দিরের রথযাত্রার অনন্য দৃষ্টান্ত। দর্শনার্থীরা মণ্ডপে পা রাখলেই যেন পৌঁছে যাবেন পুরীর রথযাত্রার সেই মহোৎসবে।

+
 দুর্গাপুজোয়

 দুর্গাপুজোয় এবার জগন্নাথের রথ

পুরুলিয়া, শান্তনু দাস : পুরুলিয়া জেলার আদ্রার অন্যতম প্রাচীন দুর্গা পুজোগুলির মধ্যে একটি হল ‘আপার বেনিয়াসোল সার্বজনীন দুর্গাপুজো।’ এই পুজো মণ্ডপ বরাবরই নিত্য নতুন থিমে নজর কাড়ে দর্শনার্থীদের। এবার ৭৭ তম বর্ষে পুজো কমিটি তাদের থিমে তুলে ধরছে জগন্নাথ মন্দিরের রথযাত্রার অনন্য দৃষ্টান্ত। রথের কাঠামো, অলংকার ও আচার-অনুষ্ঠান এই থিমে প্রতিফলিত হবে এক বিশেষ আঙ্গিকে, যা ধর্মীয় ভাবনার পাশাপাশি শিল্প ও সংস্কৃতির দিক থেকেও দর্শনার্থীদের মুগ্ধ করবে।
প্রায় ৮ লক্ষ টাকা বাজেটের এই পুজো এবার প্রতিমার নকশা ও নির্মাণেও আনছে নতুনত্বের ছোঁয়া। পুজো কমিটির অন্যতম সদস্য সঞ্জয় শর্মা বলেন, প্রতিবছরই আমরা দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবছর সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় থাকছে এই অনন্য মণ্ডপ। থার্মোকল সহ বিভিন্ন উপকরণে তৈরি করা হচ্ছে পুরো মণ্ডপ।
আরও পড়ুন : চোখে জল আনবে এই থিম, শত্রুদের বুঝিয়ে দেবে দেশের পরাক্রম! মাতৃ বন্দনায় ‘সিঁদুরের’ শক্তি দেখাবে এই পুজো কমিটি
দিনরাত পরিশ্রম করে চলেছেন শিল্পীরা। মণ্ডপশিল্পী রাজু সেন জানান, বৃষ্টির কারণে মাঝে মাঝে কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে ঠিকই, তবে থেমে নেই প্রস্তুতি। জোরকদমে এগিয়ে চলেছে রথযাত্রার অনন্য সেই দৃশ্যপট ফুটিয়ে তোলার কাজ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর আপার বেনিয়াশোল পুজো মণ্ডপ শুধুমাত্র একটি পুজোস্থল নয়, হয়ে উঠবে ধর্ম, সংস্কৃতি ও শিল্পের এক মেলবন্ধনের কেন্দ্রবিন্দু। দর্শনার্থীরা পা রাখলেই যেন পৌঁছে যাবেন পুরীর রথযাত্রার সেই মহোৎসবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজো নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন এখানে চলছে বিশাল রথযাত্রার আয়োজন! কী হচ্ছে বলুন তো?
Next Article
advertisement
West Bengal Weather Update: এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জানুন
  • এগোচ্ছে ঘূর্ণাবর্ত !

  • নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো ?

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement