Durga Puja 2025 : চোখে জল আনবে এই থিম, শত্রুদের বুঝিয়ে দেবে দেশের পরাক্রম! মাতৃ বন্দনায় 'সিঁদুরের' শক্তি দেখাবে এই পুজো কমিটি

Last Updated:

Durga Puja 2025 : বন্যার ধাক্কা সামলে পুজোয় দেশেরে প্রতিরক্ষা বাহিনীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে অনন্য থিম ঘাটালে। অপারেশন সিঁদুর ও সিঁদুর রক্ষার বার্তা ফুটে উঠেছে মণ্ডপে।

+
পুজোর

পুজোর থিম।

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : ঘাটাল মানেই বর্ষার মরসুমে বন্যার ছবি। কিন্তু এবার সেই ঘাটালই দেশবাসীকে দিতে চলেছে এক অন্যরকম বার্তা, ‘অপারেশন সিঁদুর’।  ঘাটাল শহরের কুশপাতা পঞ্চপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি তাঁদের ৩১ তম বর্ষে থিম হিসেবে বেছে নিয়েছে এই থিম। যা শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের এবং ভারতীয় নারীদের সাহসকে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ঘাটালের কুশপাতা পঞ্চপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবার ৩১ তম বর্ষে পদার্পণ করল। এবছরের পুজোয় তাঁরা বেছে নিয়েছেন এমন একটি থিম, যা কেবল শিল্প নয়, গভীর আবেগ আর সময়োপযোগী জাতীয়তা বোধের সামাজিক বার্তা বহন করছে। থিমের নাম দেওয়া হয়েছে ‘সিঁদুর’।
আরও পড়ুন : ঘাটালে মা দুর্গা এবার আসছেন যুদ্ধজাহাজে! ‘INS বিক্রান্ত’ ফুটে উঠল পুজোর মণ্ডপে
এই থিমের পেছনে রয়েছে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের সঙ্গে ঘটে যাওয়া বেদনাদায়ক ঘটনা। অতর্কিতে পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল তাতে ২২ জন নিরিহ পর্যটকের প্রাণ যায়। পরিবারের সদস্য মহিলাদের সামনে তাদের স্বামীদের হত্যা করা হয়েছিল। তারপরই গোটা দেশবাসী থেকে গোটা বিশ্ব দেখেছে ভারতীয় সেনার পরাক্রম। অপারেশন সিঁদুরে মহিলা সেনা জওয়ানদের ভূমিকাও সমগ্র দেশবাসীকে গর্বিত করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন : খুশির রোদে ভাসছে পাহাড়, শিলিগুড়ি থেকে যেন হাতের মুঠোয়! সুখ স্থায়ী হবে কী? রইল মেগা আপডেট
অপারেশন সিঁদুরকে থিমে ‘সিঁদুর’ নাম দিয়ে এই পুজো কমিটি একদিকে পহেলগাঁও ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা, অ্যদিকে ভারতীয় সেনাকে সম্মান ও কুর্নিশ জানাতে চায়। পাশাপাশি মহিলাদের বা নারী শক্তিতে সিঁদুর থিমের মাধ্যমে নিজেদের আত্মরক্ষায় স্বনির্ভর গড়ে তোলার বার্তা তুলে ধরছে এই পুজো কমিটি।  উদ্যোক্তাদের কথায় তারা দেশাত্মবোধে বিশ্বাসী,অপারেশন সিঁদুর দেশবাসীকে গর্বিত করেছে। তারা সেই গর্বকে তুলে ধরতে চেয়েছেন। উদ্যোক্তারা আশা রাখছেন, ঘাটাল সহ আগত দর্শনার্থীরা এই থিমকে ভালভাবেই নেবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, ঘাটাল মহকুমার অন্যতম বিগ বাজেটের পুজোর তালিকায় রয়েছে কুশপাতা পঞ্চপল্লী। এবারের তাদের বাজেট প্রায় ২২ লক্ষ টাকা। শাঁখা,পলা, সিঁদুর কৌটা, তলোয়ার সহ আরও বিভিন্ন জিনিস দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলার পাশাপাশি থাকছে চমকে দেওয়া আলোকসজ্জা। একজন নারী একহাতে যেমন সিঁদুর পরতে পারে, ঠিক তেমনই আর এক হাতে সেই সিঁদুর রক্ষা করতে পারে। এই বার্তাই তুলে ধরা হবে এবারের পঞ্চপল্লীর পুজোর থিমে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : চোখে জল আনবে এই থিম, শত্রুদের বুঝিয়ে দেবে দেশের পরাক্রম! মাতৃ বন্দনায় 'সিঁদুরের' শক্তি দেখাবে এই পুজো কমিটি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement