IMD Weather Forecast : খুশির রোদে ভাসছে পাহাড়, শিলিগুড়ি থেকে যেন হাতের মুঠোয়! সুখ স্থায়ী হবে কী? রইল মেগা আপডেট
- Published by:Nayan Ghosh
- local18
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
North Bengal Weather : উত্তরবঙ্গে ঝকঝকে আকাশ। শিলিগুড়ি থেকে পাহাড় যেন হাতের মুঠোয়। কিন্তু স্থায়ী হবে না আনন্দ। ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়।
advertisement
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টি না হলেও শুক্রবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বাড়ছে চিন্তা। শিলিগুড়িতে বৃহস্পতিবার সকালে ঝলমলে রোদের দেখা পাওয়া গিয়েছে। তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। দার্জিলিংয়ে কুয়াশার ফাঁক গলেই হালকা রোদ উঁকি দিয়েছে। সেখানে তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
অন্যদিকে কালিম্পংয়ে নীল পাহাড়ে হালকা মেঘের দেখা পাওয়া গিয়েছে। তবে মোটের ওপর আকাশ বেশ পরিষ্কার, তাপমাত্রা ২১-২২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু তাপপ্রবাহের ভ্যাপসা গরমে জেরবার উত্তরবঙ্গের সমতলের জেলাগুলি। জলপাইগুড়িতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। বৃহস্পতিবার সকাল থেকেই ঝকঝকে আকাশ।
advertisement
advertisement