দুর্গন্ধে অতিষ্ঠ হওয়া থেকে মুক্তি, নতুন ইউনিট পেল জঙ্গিপুর হাসপাতাল! হাঁফ ছেড়ে বাঁচলেন বাসিন্দারা

Last Updated:

জঙ্গিপুর বর্তমানে পুলিশ জেলা হিসেবেই পরিচিত।এখানে চিকিৎসার উপর নির্ভর করে থাকেন সাধারণ মানুষজন। সঙ্গে ঝাড়খণ্ডের পাকুড়ের একটা অংশ চিকিৎসার জন্য ছুটে আসেন এই জঙ্গিপুরে।

+
জঙ্গিপুরে

জঙ্গিপুরে নতুন অত্যাধুনিক মানের ফ্রিজার চালু হল হাসপাতাল মর্গে 

রঘুনাথগঞ্জ, তন্ময় মন্ডল: জঙ্গিপুর বর্তমানে পুলিশ জেলা হিসেবেই পরিচিত।এখানে চিকিৎসার উপর নির্ভর করে থাকেন সাধারণ মানুষজন। সঙ্গে ঝাড়খণ্ডের পাকুড়ের একটা অংশ চিকিৎসার জন্য ছুটে আসেন এই জঙ্গিপুরে। কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল বেহাল অবস্থা ছিল এই সুপার স্পেশালিটি হাসপাতালে। ছিল না ফ্রিজার। ফলে মৃতদেহ সংরক্ষণ হচ্ছিল মুশকিলের। সঙ্গে দুর্গন্ধ ছড়াচ্ছিল আশেপাশে। সমস্যার সমাধান হল অবশেষে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আরও একটি মর্গের উদ্বোধন হল। পুরনো মর্গের পাশেই নতুন মর্গ রুমের উদ্বোধন করা হল। যা হাসপাতালের পরিকাঠামোকে আরও সুদৃঢ় করল বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, জঙ্গিপুর মহকুমা শাসক একাম জে সিং সহ জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।  দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থার মধ্যে পুরনো মর্গে কাজ চালিয়ে যেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। অবশেষে প্রশাসনের উদ্যোগে এবং সাংসদ খলিলুর রহমনের সাংসদ উন্নয়ন তহবিল থেকে জঙ্গিপুর সদর হাসপাতালের মর্গের ছ’টি দেহ মরচুয়ারী কেবিনেট নির্মিত হয়েছে।
advertisement
advertisement
মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, “কিছুদিন ধরেই আমরা দেখছিলাম যে এখানে মর্গে ফ্রিজারের খুব অসুবিধা ছিল। মৃতদেহ সংরক্ষণ খুবই দরকার। মৃত্যুর আগে ও পরে একটা মানবিক দিক থাকে। ছ;টি ফ্রিজার কাজ করবে। রক্ষণাবেক্ষণ যাতে ঠিকভাবে হয় সেইদিকটা বিশেষ নজর দিতে বলা হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, ”জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যে মর্গ ছিল সেটাকে আমরা খারাপ অবস্থায় দেখেছিলাম। ফলে পরিবেশ দূষিত হচ্ছিল। মহকুমা শাসক, এসপি বিষয়টা লক্ষ্য করেন এবং আমাকে প্রস্তাব দেন যে সাংসদ তহবিল থেকে এর একটা রেমুনারেশন হোক, মানুষ যেন পাশাপাশি থাকতে পারে। সেই প্রস্তাবের সম্মতি জানিয়ে আজকে কাজটি অনুমতি দিয়ে শুভ উদ্বোধন হল।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গন্ধে অতিষ্ঠ হওয়া থেকে মুক্তি, নতুন ইউনিট পেল জঙ্গিপুর হাসপাতাল! হাঁফ ছেড়ে বাঁচলেন বাসিন্দারা
Next Article
advertisement
West Bengal Weather Update: এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জানুন
  • এগোচ্ছে ঘূর্ণাবর্ত !

  • নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো ?

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement