ইংরেজি মাধ্যম স্কুলের রমরমার মাঝেই বালুরঘাটের স্কুলে অভিনব পদক্ষেপ! দেখেই আহ্লাদে আটখানা পড়ুয়ারা, জানুন কী
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বহুলাংশেই পড়ার প্রতি উৎসাহ হারিয়ে স্কুলছুট ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে জেলায়। বন্ধ হয়ে যাচ্ছে অনেক সরকারি স্কুল। কিন্তু কেন এই দশা!
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: ক্লাসের মধ্যে ল্যাপটপ রয়েছে। প্রজেক্টরের পাশাপাশি রয়েছে উন্নতমানের সাউন্ড সিস্টেম। তাতেই বুঁদ স্কুলের প্রাথমিক বিভাগের পড়ুয়ারা। এই ছবি কোনও ইংরেজি মাধ্যম স্কুলের নয়, বালুরঘাট শহরের হাই স্কুলের প্রাথমিক বিভাগের চিত্র। অত্যাধুনিক মানের এই ক্লাসরুমের উদ্বোধন হওয়াতে খুশি স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকরা। এদিন এই স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও সদর চক্রের এসআই পিঙ্কু সরকার। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে পড়ুয়ারা শুধুমাত্র বোর্ডে বা বই দেখেই নয়, অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে পাঠ্যক্রম পড়তে পারবে, যা তাদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও আকর্ষণীয় করবে।
advertisement
advertisement
এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার সরকার জানান, “পড়ুয়াদের স্কুলমুখী করতে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পড়ুয়াদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে এবং পাঠদানের মান উন্নত করে। প্রতিযোগিতার এই যুগে বেসরকারি স্কুলের সঙ্গে সমান তালে সরকারি স্কুলের পড়ুয়াদের এগিয়ে নিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বহুলাংশেই পড়ার প্রতি উৎসাহ হারিয়ে স্কুলছুট ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে জেলায়। বন্ধ হয়ে যাচ্ছে অনেক সরকারি স্কুল। কিন্তু কেন এই দশা! উচ্চবিত্তরা তাদের ছেলেমেয়েদের ঝাঁ চকচকে ইংরাজি মাধ্যম স্কুলে পড়াতে চায়। সেখানকার পরিকাঠামো, শিক্ষা পদ্ধতিই নাকি আলাদা। সরকারি স্কুলে পড়লে শুধুই পিছিয়ে যেতে হয়। এবার সেই ভাবনাকে ভাঙতেই ব্যতিক্রমী উদ্যোগ বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগে। যুগের সঙ্গে পাল্লা দিয়েই পড়াশোনার পদ্ধতিকেও আরও আধুনিক করতে হবে। ভবিষ্যতে এমন আরও স্মার্ট ক্লাসরুম চালু করার পরিকল্পনা রয়েছে জেলায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
September 25, 2025 5:20 PM IST