Indian Railways: রেলে আসছে নতুন নিয়ম, আর ট্রেনে সফরের সময় করা যাবে না 'এই' কাজ! বড় পদক্ষেপ নিতে চলেছে রেল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
ভারতীয় রেল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়ম চালু করে থাকে, যাত্রী থেকে অন্যান্য প্রাণীদের সুরক্ষার জন্য এইসব নিয়ম জারি করা হয়। ঠিক সেই রকমই এবার আরও একটি নিয়ম জারি করতে পারে রেল।
বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে এবার জঙ্গল লাগোয়া রেল ট্র্যাকে খাবার ফেলার ক্ষেত্রে বিধিনিষেধ জারির পথে রেল। পাশাপাশি, হাতির করিডর এলাকায় থার্মাল ক্যামেরা ও সিসিটিভি লাগানোর ক্ষেত্রেও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ারের ডিআরএম অফিসে বন্যপ্রাণ সুরক্ষা সংক্রান্ত এক বৈঠকে বিযয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।
advertisement
বৈঠকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের ডিআরএম দেবেন্দ্র সিং, বন দফতরের তরফে চিফ কনজারভেটর অফ ফরেস্ট ভাস্কর জেভি, বক্সা ব্যাঘ্র-প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন, জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বনাধিকারিক প্রবীণ কাসওয়ান। হাতির করিডরে থার্মাল ক্যামেরা ও সিসিটিভি বসানো যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।
advertisement
advertisement
advertisement