আর একটু পরেই ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হবে কলকাতার পাশের এই তিন জেলা! তালিকায় আপনার জেলা নেই তো? জেনে নিন

Last Updated:
1/5
★উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
আগামী দু'ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হল রাজ্যের এক জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতার পার্শ্ববর্তী এই জেলায়।
advertisement
2/5
পূর্বাভাস বলছে আরও বড় বিপর্যয়ের কালো মেঘ এবার রাজ্যের আকাশে। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই ফের তুমুল ভোলবদল ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার গতিপ্রকৃতি। আগামী শনিবার ফের দুর্যোগের শঙ্কা!
মূলত,আগামী দু'ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। রাজ্যের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা। নদিয়া,পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা।
advertisement
3/5
★ফের কি দুর্যোগ? কতটা বৃষ্টির আশঙ্কা? আবহাওয়া আপডেট জানুন। নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
হাওয়া অফিস সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ আজ বৃহস্পতিবার কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, বৃষ্টি যে একেবারে হবে না তা নয়। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টিক সম্ভাবনা আছে আজ বৃহস্পতিবার। তেমনই আজ বইতে পারে ঝোড়ো হাওয়া।
advertisement
4/5
 আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থান করেছিল। সঙ্গে ওই এলাকায় একটি ঘূর্ণিঝড় সক্রিয় ছিল।
আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থান করেছিল। সঙ্গে ওই এলাকায় একটি ঘূর্ণিঝড় সক্রিয় ছিল।
advertisement
5/5
আজ, সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে। স্থানীয়ভাবে দু-এক জায়গায় কখনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস পার্বত্য এলাকার জেলাগুলিতে সামান্য।‌ ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
আগামী ১২ ঘন্টা এই ঘূর্ণাবর্তের স্থান পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই আজ শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
advertisement
advertisement
advertisement