উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, জঙ্গিপুর মহকুমা শাসক একাম জে সিং সহ জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থার মধ্যে পুরনো মর্গে কাজ চালিয়ে যেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। অবশেষে প্রশাসনের উদ্যোগে এবং সাংসদ খলিলুর রহমনের সাংসদ উন্নয়ন তহবিল থেকে জঙ্গিপুর সদর হাসপাতালের মর্গের ছ’টি দেহ মরচুয়ারী কেবিনেট নির্মিত হয়েছে।
advertisement
মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, “কিছুদিন ধরেই আমরা দেখছিলাম যে এখানে মর্গে ফ্রিজারের খুব অসুবিধা ছিল। মৃতদেহ সংরক্ষণ খুবই দরকার। মৃত্যুর আগে ও পরে একটা মানবিক দিক থাকে। ছ;টি ফ্রিজার কাজ করবে। রক্ষণাবেক্ষণ যাতে ঠিকভাবে হয় সেইদিকটা বিশেষ নজর দিতে বলা হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, ”জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যে মর্গ ছিল সেটাকে আমরা খারাপ অবস্থায় দেখেছিলাম। ফলে পরিবেশ দূষিত হচ্ছিল। মহকুমা শাসক, এসপি বিষয়টা লক্ষ্য করেন এবং আমাকে প্রস্তাব দেন যে সাংসদ তহবিল থেকে এর একটা রেমুনারেশন হোক, মানুষ যেন পাশাপাশি থাকতে পারে। সেই প্রস্তাবের সম্মতি জানিয়ে আজকে কাজটি অনুমতি দিয়ে শুভ উদ্বোধন হল।”