Durga Puja 2025 : চায়ের আড্ডা থেকে জন্ম নিল দুর্গাপুজো! এখানে প্রতিমা বিসর্জন দ্বাদশীতে! কোথায় জানেন?

Last Updated:

Durga Puja 2025 : ছুটির সকালে চায়ের আড্ডা থেকে শুরু হয়ে গেল দুর্গাপুজো। তারপর থেকে বিভিন্ন রীতি মেনে চলে আসছে উমা বন্দনা।

+
খাটুয়া

খাটুয়া বাড়ির দুর্গা প্রতিমা

গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী : শারদোৎসবে মেতে উঠেছেন আপামর বাঙালি। শরতের আকাশ আর কাশফুলকে সাক্ষী রেখে গজের পিঠে চড়ে উমা এসেছেন মর্তে। শহরের পুজো তো বটেই। তবে জঙ্গলমহলেও একাধিক বাড়ির পুজোর জনপ্রিয়তা শীর্ষে। তেমনই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামের খাটুয়া বাড়ির দুর্গাপুজো।
১৪ বছর আগে এক ছুটির সকালে চায়ের আড্ডা থেকে দুর্গাপুজোর ভাবনা। প্রথা মেনে অধিকাংশ স্থানে দশমীতে প্রতিমা বিসর্জন হলেও, খাটুয়া বাড়িতে তা হয় দ্বাদশীতে। প্রথম পুজোটি আয়োজিত হয় মাত্র ২০-২২ দিনের মধ্যে। তারপর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর খাটুয়া বাড়িতে পুজো হয়ে আসছে। এই পরিবারের পুজোতে ব্যবহার হয় সমুদ্রের জল, নদীর জল, ঝর্ণার জল, বৃষ্টির জল, শিশির, রাজবাড়ির মাটি, দেবালয়ের মাটি, চৌরাস্তার মাটি, গবাদি পশুর গোচারণ মৃত্তিকা সহ নানান উপকরণ।
advertisement
আরও পড়ুন : পুজো নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন এখানে চলছে বিশাল রথযাত্রার আয়োজন! কী হচ্ছে বলুন তো?
পঞ্চমীর দিন বেলগাছের তলায় বেদি স্থাপন করে দেবীর বোধন করা হয়। প্রতিদিন দেবীকে অন্নভোগ নিবেদন করা হয় এবং অঞ্জলি দিতে আসেন গ্রামের মানুষজন। অষ্টমীর দিন গোটা গ্রাম একত্রিত হয়ে খিচুড়ি ও পায়েস খাওয়ার চল রয়েছে। প্রথা মেনে অধিকাংশ স্থানে দশমীতে প্রতিমা বিসর্জন হলেও, খাটুয়া বাড়িতে তা হয় দ্বাদশীতে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিমা নিরঞ্জনের পর মিষ্টিমুখ করানো হয় গ্রামের সকল মানুষকে। পারিবারিক হলেও এই পুজো আজ প্রকৃত অর্থে সর্বজনীন। যেখানে গ্রামবাসীদের সহযোগিতা ও অংশগ্রহণ খাটুয়া বাড়ির দুর্গাপুজোকে করেছে বিশেষ সমৃদ্ধ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : চায়ের আড্ডা থেকে জন্ম নিল দুর্গাপুজো! এখানে প্রতিমা বিসর্জন দ্বাদশীতে! কোথায় জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
এগোচ্ছে ঘূর্ণাবর্ত ! নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো? কবে কবে বেশি বৃষ্টির পূর্বাভাস, জানুন
  • এগোচ্ছে ঘূর্ণাবর্ত !

  • নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে পুজো ?

  • পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement