TRENDING:

Durga Puja 2025: বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির এবার রাজ্যেই! ৩ পুরোহিতের সন্ধ্যা আরতি! গায়ে কাঁটা দেওয়া অনন্য অভিজ্ঞতা মিস করবেন না

Last Updated:
Durga Puja 2025: যারা কাশি বিশ্বনাথের দর্শন নিতে বেনারস যেতে পারেন না, তাদের কথা মাথায় রেখেই কাশী বিশ্বনাথের আদলে মণ্ডপ সজ্জা ফুটিয়ে তোলা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। সন্ধ্যায় করা হবে সন্ধ্যা আরতি।
advertisement
1/5
বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির এবার রাজ্যেই! বিশেষ আকর্ষণ সন্ধ্যা আরতি
মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন পুজো হল মালিহাটি পূর্বপাড়া দুর্গাপুজো। এবছর ১৫১'তম বর্ষে পদার্পণ করেছে তারা। আগে মালিহাটি দাস বাড়ি জমিদারবাড়ির দুর্গাপুজো থাকলেও ৪২বছর ধরে এই পুজো করে আসছেন পূর্বপাড়া দুর্গাপুজো কমিটি। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
advertisement
2/5
পুজো কমিটির সদস্য সুমিত চট্টরাজ তিনি জানিয়েছেন, কাশী বিশ্বনাথের আদলে মণ্ডপ সজ্জা ফুটিয়ে তোলা হচ্ছে। সন্ধ্যায় থাকছে সন্ধ্যা আরতি। তিনজন পুরোহিত থাকবেন। সন্ধ্যায় তারা বেনারসের আদলে করবেন এই আরতি। যা মুগ্ধ করবে দর্শকদের।
advertisement
3/5
জানা গিয়েছে, চার লক্ষ টাকা বাজেটে করা হচ্ছে এই পুজো। গ্রামের আর্থিক চাঁদা তুলেই করা হয় পুজো। শিল্পী তাপস পালের হাতে ফুটে উঠছে দেবী দশভুজা।
advertisement
4/5
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, আগে দাস পরিবার জমিদার বংশ ছিল। তারাই করত পুজো। কিন্তু কালের নিয়মে পুজো না পরিচালনা করতে পেরে এগিয়ে আসে গ্রামের বাসিন্দারা। সেই থেকেই এই পুজো বর্তমানে সার্বজনীন।
advertisement
5/5
প্রতিবছর নানা থিমের চমক দিয়ে থাকেন এই পুজো কমিটি। যারা কাশী বিশ্বনাথের দর্শন নিতে বেনারস যেতে পারেন না, তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে মণ্ডপসজ্জা। শেষ মুহূর্তে অতি দ্রুততার সঙ্গে চলছে নির্মাণের কাজ। পুজোকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দারা মেতে উঠবেন পুজোর চারদিন। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির এবার রাজ্যেই! ৩ পুরোহিতের সন্ধ্যা আরতি! গায়ে কাঁটা দেওয়া অনন্য অভিজ্ঞতা মিস করবেন না
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল