TRENDING:

Durga Puja 2025: কলকাতার এই দুর্গা মণ্ডপে দেখতে পাবেন সবচেয়ে ক্ষুদ্র দুর্গা প্রতিমা, রানাঘাটের মানিক দেবনাথের নিখুঁত কারিগরি মন ছুঁয়ে যাবে

Last Updated:

Durga Puja 2025: প্রতিটি শিল্পীই চেষ্টা করছেন নিজস্ব ছোঁয়ায় দর্শকদের চমক দিতে। এরই মধ্যে নজর কেড়েছেন নদিয়ার রানাঘাট রামনগরের শিল্পী মানিক দেবনাথ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: রানাঘাটের মানিক দেবনাথের হাতের ছোঁয়ায় ক্ষুদ্র দুর্গা স্থান পাবে কলকাতার দুর্গা মণ্ডপে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো ঘিরে চারিদিকে এখন সাজসজ্জা, থিম, আলো আর শিল্পকলার ব্যস্ততা। প্যান্ডেল থেকে প্রতিমা—সবেতেই চলছে অভিনবত্বের প্রতিযোগিতা। প্রতিটি শিল্পীই চেষ্টা করছেন নিজস্ব ছোঁয়ায় দর্শকদের চমক দিতে। এরই মধ্যে নজর কেড়েছেন নদিয়ার রানাঘাট রামনগরের শিল্পী মানিক দেবনাথ।
advertisement

১৯৯৫ সাল থেকে ছোট ছোট শিল্পকর্মে হাতেখড়ি মানিকের। প্রথমবার ২০০৩ সালে তিনি তৈরি করেন ক্ষুদ্র দুর্গা প্রতিমা—অত্যন্ত সাধারণ এক উপাদান, স্লেট পেন্সিল দিয়ে। হাতে খড়ির প্রতীক সেই স্লেট পেন্সিল থেকেই জন্ম নেয় প্রায় আধ ইঞ্চির দুর্গা। সেই থেকে শুরু। তারপর আর থামেননি তিনি।

আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র

advertisement

বিগত দুই দশকে স্লেট পেন্সিল, আঠা, রং-তুলি কিংবা নানা উপকরণ ব্যবহার করে মোট ১৮ টি ক্ষুদ্র দুর্গা প্রতিমা গড়েছেন মানিক। প্রতিটি প্রতিমাই এক একটি অনন্য শিল্পকর্ম। ক্ষুদ্র মাপের হলেও নিখুঁত কারিগরিতে পূর্ণ। দর্শক ও পুজো কমিটির সদস্যরা তাঁর কাজ দেখে মুগ্ধ।

View More

আরও পড়ুন-আগামী ২৪ ঘণ্টা আরও ভয়ঙ্কর…! তুলকালাম ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা? রাজ্যে তুমুল দুর্যোগ, IMD দিল বড় আপডেট

advertisement

এই বছরও ব্যতিক্রম ঘটেনি। মানিক দেবনাথ এবার তৈরি করেছেন মাত্র ৫ মিলিমিটার আকারের এক দুর্গা প্রতিমা। ক্ষুদ্র এই প্রতিমাটি গড়তে সময় লেগেছে প্রায় দেড় মাস। সূক্ষ্ম শিল্পকর্মটি এবার স্থান পাচ্ছে কলকাতার রুবি এলাকার এক পুজো মণ্ডপে।

ক্ষুদ্র প্রতিমা গড়ার এই অনন্য উদ্যোগ নিছক শখ নয়, বরং শিল্পীর ধৈর্য, নিষ্ঠা ও সৃজনশীলতার নিদর্শন। মানিক দেবনাথের এই শিল্পকর্ম প্রমাণ করছে, শিল্পের কোনও সীমা নেই—তা যেমন বিশাল মণ্ডপে ফুটে উঠতে পারে, তেমনি মিলিমিটারের ভেতরেও ধরা দেয় দেবীর মহিমা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: কলকাতার এই দুর্গা মণ্ডপে দেখতে পাবেন সবচেয়ে ক্ষুদ্র দুর্গা প্রতিমা, রানাঘাটের মানিক দেবনাথের নিখুঁত কারিগরি মন ছুঁয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল