১৯৯৫ সাল থেকে ছোট ছোট শিল্পকর্মে হাতেখড়ি মানিকের। প্রথমবার ২০০৩ সালে তিনি তৈরি করেন ক্ষুদ্র দুর্গা প্রতিমা—অত্যন্ত সাধারণ এক উপাদান, স্লেট পেন্সিল দিয়ে। হাতে খড়ির প্রতীক সেই স্লেট পেন্সিল থেকেই জন্ম নেয় প্রায় আধ ইঞ্চির দুর্গা। সেই থেকে শুরু। তারপর আর থামেননি তিনি।
advertisement
বিগত দুই দশকে স্লেট পেন্সিল, আঠা, রং-তুলি কিংবা নানা উপকরণ ব্যবহার করে মোট ১৮ টি ক্ষুদ্র দুর্গা প্রতিমা গড়েছেন মানিক। প্রতিটি প্রতিমাই এক একটি অনন্য শিল্পকর্ম। ক্ষুদ্র মাপের হলেও নিখুঁত কারিগরিতে পূর্ণ। দর্শক ও পুজো কমিটির সদস্যরা তাঁর কাজ দেখে মুগ্ধ।
এই বছরও ব্যতিক্রম ঘটেনি। মানিক দেবনাথ এবার তৈরি করেছেন মাত্র ৫ মিলিমিটার আকারের এক দুর্গা প্রতিমা। ক্ষুদ্র এই প্রতিমাটি গড়তে সময় লেগেছে প্রায় দেড় মাস। সূক্ষ্ম শিল্পকর্মটি এবার স্থান পাচ্ছে কলকাতার রুবি এলাকার এক পুজো মণ্ডপে।
ক্ষুদ্র প্রতিমা গড়ার এই অনন্য উদ্যোগ নিছক শখ নয়, বরং শিল্পীর ধৈর্য, নিষ্ঠা ও সৃজনশীলতার নিদর্শন। মানিক দেবনাথের এই শিল্পকর্ম প্রমাণ করছে, শিল্পের কোনও সীমা নেই—তা যেমন বিশাল মণ্ডপে ফুটে উঠতে পারে, তেমনি মিলিমিটারের ভেতরেও ধরা দেয় দেবীর মহিমা।