পাশাপাশি পূর্ব-মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই জোড়া নিম্নচাপের প্রভাবে আগামী দিনগুলোতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আর সেই বৃষ্টির কারণেই সমস্যায় পড়েছেন মণ্ডপ শিল্পীরা। শেষ মুহূর্তের কাজ এগোচ্ছে না। অনেক জায়গায় রঙ ও সাজসজ্জা নষ্ট হচ্ছে। ফলে পুজোর আগে সময়মত মণ্ডপ সম্পূর্ণ করা যাবে কিনা, তা নিয়ে চিন্তায় পড়েছেন তারা। সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তা ও মণ্ডপশিল্পীরা। দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। অথচ এখনও অনেক মণ্ডপের কাজ শেষ হয়নি।
advertisement
আরও পড়ুন : পাড়ায় পুজো চাই, কিন্তু খরচ দেবে কে? পড়ুয়াদের হাতে তৈরি হচ্ছে থিমের মণ্ডপ! পিছিয়ে অনেক বিগ বাজেটের প্যান্ডেল
বিশেষ করে বড় বড় শিল্পসমৃদ্ধ প্যান্ডেলগুলিতে শেষ মুহূর্তে রঙ, সাজসজ্জা ও কাঠামো তৈরির কাজ চলছিল জোরকদমে। কিন্তু লাগাতার বৃষ্টিতে সবকিছু কার্যত থমকে গিয়েছে। শিল্পীদের অভিযোগ, বৃষ্টির কারণে একদিকে কাঠ, বাঁশ ও থার্মোকলের কাজ নষ্ট হচ্ছে, অন্যদিকে বৈদ্যুতিক সংযোগের কাজও আটকে যাচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে, শিল্পীরা রেইনকোট পরে, মাথায় ছাতা নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। তবুও সমস্যার শেষ নেই। মণ্ডপের ভেতরে জল ঢুকে কাজ নষ্ট হচ্ছে। রঙের কাজ বারবার ধুয়ে যাচ্ছে। ফলে বাড়ছে খরচ, সময়ও লাগছে অনেক বেশি।
আরও পড়ুন : পুরুলিয়ার মেয়েরা যা শিখছে, এখন খারাপ উদ্দেশ্য নিয়ে কাছে গেলে আর ঘরে ফিরতে হবে না
শিল্পীদের আশঙ্কা, এইভাবে বৃষ্টি চলতে থাকলে সময়মত মণ্ডপ শেষ করা যাবে কিনা। শুধু মণ্ডপশিল্পী নন, সমস্যায় পড়েছেন আলোসজ্জা ও বিদ্যুৎ সংযোগের সঙ্গে যুক্ত শ্রমিকরাও। কারণ ভিজে পরিবেশে বিদ্যুতের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুজোর সময় নিরাপত্তা বজায় রাখতে হলে শেষ মুহূর্তে যে কাজগুলি সঠিকভাবে করা দরকার, বৃষ্টির কারণে তা বারবার পিছিয়ে যাচ্ছে।
আরও পড়ুন : আবহাওয়ার অন্য খেলা! বৃষ্টিতে ভাসছে দক্ষিণ, অথচ পুজোর আগে গরমে নাজেহাল উত্তরবঙ্গ
জেলার পুজো কমিটিগুলির পক্ষ থেকেও আতঙ্ক প্রকাশ করা হয়েছে। তাঁরা জানাচ্ছেন, যদি আবহাওয়ার উন্নতি না হয়, তবে দর্শনার্থীরা নিরাপদে মণ্ডপে প্রবেশ করতে পারবেন কিনা তা নিয়েও চিন্তা দেখা দিয়েছে। অনেকে বিকল্প ব্যবস্থা হিসেবে মণ্ডপ ঘিরে জলরোধী প্লাস্টিক লাগাচ্ছেন। আবার কেউ কেউ ভেতরের কাজকে প্রাধান্য দিয়ে বাইরের সাজসজ্জা আপাতত ফেলে রাখছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, দুর্গাপুজোর আগে এই অকাল বৃষ্টিকে অনেকেই তুলনা করছেন ‘অসুররূপী বৃষ্টি’র সঙ্গে। কারণ, পুজোর আনন্দকে গিলে ফেলার মতো পরিস্থিতি তৈরি করছে এই খারাপ আবহাওয়া। এখন একটাই প্রশ্ন, আবহাওয়ার কি সময়মত পরিবর্তন হবে? নাকি সত্যিই এবারের পুজোর আনন্দে জল ঢেলে দেবে এই জোড়া নিম্নচাপের প্রভাব।