পুরুলিয়ার মেয়েরা যা শিখছে, এখন খারাপ উদ্দেশ্য নিয়ে কাছে গেলে আর ঘরে ফিরতে হবে না

Last Updated:

Self Defence For Girls : ক্যারাটে শুধুমাত্র একটি মার্শাল আর্টই নয়, বরং এটি হয়ে উঠেছে মেয়েদের আত্মবিশ্বাস, আত্মরক্ষা ও ক্ষমতায়নের এক শক্তিশালী হাতিয়ার।

+
ক্যারাটে

ক্যারাটে প্রশিক্ষম।

পুরুলিয়া, শান্তনু দাস : আজকের দিনে ক্যারাটে শুধুমাত্র একটি মার্শাল আর্টই নয়, বরং এটি হয়ে উঠেছে মেয়েদের আত্মবিশ্বাস, আত্মরক্ষা ও ক্ষমতায়নের এক শক্তিশালী হাতিয়ার। সমাজে ক্রমবর্ধমান অনিরাপত্তার প্রেক্ষাপটে আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখার প্রবণতা এখন আগের চেয়ে বহুগুণ বেড়েছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মেয়েদের মধ্যে। পুরুলিয়ার কাশীপুরে কিউকিশিন কেনবুকাই স্কুল অফ মার্শাল আর্ট দীর্ঘ প্রায় আট বছর ধরে প্রত্যন্ত গ্রামের মেয়েদের নিয়মিত ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে চলেছে।
এক সময় যেখানে মেয়েদের ক্যারাটে শেখার প্রবণতা ছিল খুবই কম। সেখানে আজ ছেলেদের তুলনায় মেয়েরা বেশি উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বর্তমান সমাজে মেয়েদের নিরাপত্তা দিন দিন কমে যাচ্ছে। সেই জায়গাতে আজ মেয়েদের জন্য এই আত্মরক্ষার কৌশল শেখা একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমাজে বিভিন্ন ধরনের হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় মেয়েদের জন্য এই ক্যারাটে একটি অত্যন্ত কার্যকরী হাতিয়ার।
advertisement
আরও পড়ুন : মণ্ডপেই দেখা যাবে মণ্ডপের প্রতিচ্ছবি, কিন্তু বৃষ্টিতে পাকা ধানে মই! প্রতিমা নয়, এবার প্লাস্টিকে মুখ ঢাকল প্যান্ডেল
প্রশিক্ষণপ্রাপ্ত সঞ্জিতা পাল, অন্বেষা পরামানিক, সুমিত্রা বরাট জানান, আমরা এমন এক সমাজে বসবাস করি, যেখানে মেয়েরা প্রায়ই নানা ধরনের সমস্যার শিকার হন। তাই মেয়েদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা অপরিহার্য। ক্যারাটে একজন মেয়েকে শুধুমাত্র আত্মরক্ষা করতেই শেখায় না, বরং কীভাবে সাহসিকতার সঙ্গে জীবনের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয় তাও শেখায়।
advertisement
advertisement
আরও পড়ুন : পুজোর আগেই শীতের গন্ধ নিয়ে হাজির, আগেভাগেই গাছে হাঁড়ি ঝোলালো শিউলিরা! কেন জানলে চমকে যাবেন
অন্যদিকে ক্যারাটে প্রশিক্ষক সুরজিৎ পরামানিক বলেন, সব অভিভাবকের উচিত ছোটবেলা থেকেই তাদের সন্তানদের সেলফ ডিফেন্স শেখানোর প্রতি মনোযোগী হওয়া। একটি মেয়ে যদি শৈশব থেকেই আত্মরক্ষার কৌশল রপ্ত করতে পারে, তবে সে ভবিষ্যতে যে কোনও সংকটে দৃঢ়ভাবে মোকাবিলা করতে সক্ষম হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে ক্যারাটে শুধুমাত্র একটি মার্শাল আর্ট নয়, বরং এটি প্রত্যন্ত গ্রামের মেয়েদের জীবনে আত্মবিশ্বাস ও স্বাবলম্বীতার প্রতীক হয়ে উঠছে। এর মাধ্যমে গড়ে উঠছে এমন এক সাহসী প্রজন্ম, যাঁরা ভয় নয়, বরং সাহস ও আত্মবিশ্বাস নিয়েই সমাজে এগিয়ে যেতে শিখছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়ার মেয়েরা যা শিখছে, এখন খারাপ উদ্দেশ্য নিয়ে কাছে গেলে আর ঘরে ফিরতে হবে না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement