মণ্ডপেই দেখা যাবে মণ্ডপের প্রতিচ্ছবি, কিন্তু বৃষ্টিতে পাকা ধানে মই! প্রতিমা নয়, এবার প্লাস্টিকে মুখ ঢাকল প্যান্ডেল

Last Updated:

Durga Puja 2025 : সব কাজ প্রায় শেষের মুখে। ভারী বর্ষণ সব শেষ করে দিয়ে গেল। ঘাটাল দাসপুরে পুজোর আনন্দেও কাঁটা বৃষ্টি। প্লাস্টিকে ঢাকা মণ্ডপ।

+
প্লাস্টিকের

প্লাস্টিকের আড়ালে মণ্ডপ

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : প্রত‍্যেকটি পুজো প‍্যান্ডেলে চরম প্রস্তুতি চলছিল। ঠিক তেমনই কাজ এগিয়ে গিয়েছিল লাওদা ভূতনাথ সংঘের পুজোর আয়োজন। এখানে মাতৃ আরধনার থিম ‘শিল্পী না জুলফি’। এই উদ্ভট ভাবনাকে ফুটিয়ে তুলতে জোরকদমে চলছিল কাজ। কিন্তু সব আয়োজনে বৃষ্টি এসে জল ঢেলে দিয়েছে। নতুন করে বিপাকে পড়েছেন শিল্পীরা।
বন্যার পর আবার এই বৃষ্টি যেন গোদের উপর বিষফোঁড়া ঘাটাল দাসপুরেরর পুজো কমিটিগুলির কাছে। কারণ শেষ মুহূর্তে বৃষ্টি ভাসিয়ে দিয়েছে অনেককিছু। পণ্ড করে দিয়েছে সব পরিশ্রম আর আয়োজন। ফলে ক্ষতির মুখে পড়েছে পুজো কমিটিগুলি। আবার নতুন করে মণ্ডপের কাজ শেষ করার প্রয়াস চালাচ্ছেন তাঁরা। কিন্তু এই কদিনে তা কতটা সম্ভব, তা নিয়ে চিন্তায় পড়েছেন উদ্যোক্তা থেকে শিল্পী, সকলে।
advertisement
আরও পড়ুন : পুজোর আগেই শীতের গন্ধ নিয়ে হাজির, আগেভাগেই গাছে হাঁড়ি ঝোলালো শিউলিরা! কেন জানলে চমকে যাবেন
বৃষ্টির কারণে বিভিন্নভাবে বিপাকে পড়েছেন শিল্পীরা। বৃষ্টির জন্য কাজ করতে পারছেন না। অপরদিকে যে কাজগুলি হয়েছে, অতি বৃষ্টির ফলে তা ত্রিপল ঢাকা দিয়ে রাখতে হচ্ছে। এক কথায় বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়ছেন শিল্পীরা। কীভাবে পুজোর আগে মন্ডপের কাজ শেষ করবেন, সেই নিয়ে চিন্তা বাড়িয়েছে সকলের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীর্ঘ একটা বছর অপেক্ষার পরে আসে বাঙালির প্রাণের দুর্গাপুজো। এই কয়েকটা দিনের জন্য চলে কয়েকমাসের প্রস্তুতি। তাই সকলেই চাইছেন পুজোর ক’দিন যেন বৃষ্টি না হয়। দেবীর কাছে সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তা, শিল্পী সকলেই এই প্রার্থনা করে চলেছেন। উল্লেখ্য, মূলত শিল্পী না জুলফি থিমে থাকছে পুরনো দিনের আয়নার কাঁচের কারুকার্য। যে মন্ডপ দেখতে গিয়ে আপনি নিজেকেও দেখতে পাবেন। মণ্ডপের নব্বই শতাংশ কাজই থাকছে আয়না দিয়ে। তাই মন্ডপের ভিড় মণ্ডপেই দেখা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মণ্ডপেই দেখা যাবে মণ্ডপের প্রতিচ্ছবি, কিন্তু বৃষ্টিতে পাকা ধানে মই! প্রতিমা নয়, এবার প্লাস্টিকে মুখ ঢাকল প্যান্ডেল
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement