Khejur Gur : পুজোর আগেই শীতের গন্ধ নিয়ে হাজির, আগেভাগেই গাছে হাঁড়ি ঝোলালো শিউলিরা! কেন জানলে চমকে যাবেন

Last Updated:

Khejur Gur : পুজোর আগেই শীতের গন্ধ নিয়ে হাজির শিউলিরা। শুরু হয়ে গেল রস সংগ্রহের প্রস্তুতি। আগেভাগে মাঠে নামার কারণ চমকে দেবে।

+
খেজুর

খেজুর গাছ কামানো

বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী : শীতের দিন মানেই জঙ্গলমহলের গ্রামাঞ্চলে খেজুর রস ও নলেন গুড়ের গন্ধ ম-ম করতে থাকে। শীতের সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর, তা বলে বােঝানাে যায় না। জঙ্গলমহলে প্রতিবছর মহালয়া বা তার আগেতেই শুরু হয় গাছ কামানোর প্রস্তুতি। খেজুর গাছে হাঁড়ি ঝোলাবার প্রক্রিয়া শুরু করে দিল শিউলিরা। অন্য বার অক্টোম্বরের প্রথম দিকে তার দেখে মেলে।
এ বার তার অনেকটা আগেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কার্তিক মাসের শুরু থেকেই গাছে মেলে রস। প্রায় মাঘ-ফাল্গুন মাস পর্যন্ত চলে। শীতের সময় অবহেলায় বেড়ে ওঠা খেজুরের গাছের কদর অনেক বেশি। জঙ্গলমহলের নানান স্থানের উৎপাদিত গুড়ের দেশের বিভিন স্থানে ব্যাপক চাহিদা থাকে বলে জানান তাঁরা। আর মাত্র কয়েক দিন পরেই গাছ থেকে রস সংগ্রহ করা হবে। শিউলিদের অনেকেই জানাচ্ছেন, আগে ভাগেই গাছকে চিহ্নিত করতে হয় না হলে অন্য জায়গার লোক এসে তা দখল করে নেয়।
advertisement
আরও পড়ুন : ৭ লক্ষ দেশলাই কাঠিতে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা! অবাক করা প্রতিমা দেখার অপেক্ষায় ব্যারাকপুর
যার জন্য আমরা এখানে এসেই গাছ গুলি চিহ্নিত করে গেলাম। বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় বাঁকুড়া থেকে শিউলিরা এসে গাছ প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করেছেন। কারন বেশি দেরি হলে গাছ না পেলে সমস্যায় পড়বেন তারা। তাই এই সময়ে এখানে এসেছেন। অগ্রহায়ণের এই সময়ের মধ্যে তাঁরা অন্তত দেড়শো থেকে দু’শো খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়। একটা খেজুর গাছ তিনবার কাটার পর তাতে নলি লাগিয়ে রসের জন্য ভাঁড় পাতা হয়। একটা খেজুর গাছ থেকে দিনে দু’বার রস মেলে। ভোরের রসকে জিরান কাঁঠির এবং বিকালের রসকে ওলা কাঁঠির বলে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পৌষ মাসে পুরোদমে রস মেলার পর মাঘ থেকে রস কমতে শুরু করে। ওই সময়ে রসের ঘনত্ব বাড়ে। তবে গাছকাটার পর প্রথম দিকের রসে গুড় ভাল হয়। ওই সময়ে খেজুর গাছের ধারে দাঁড়ালে সুস্বাদু গন্ধে চারধার ম ম করে। রাঢ় অঞ্চলের জঙ্গলমহলের অন্যতম বনজ সম্পদ খেজুর রস। বিশেষ ধরনের এই গাছ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ বিস্তীর্ন অঞ্চলে শুষ্ক আদ্র রুক্ষ মাটিতে দেখতে পাওয়া যায়৷ শীতের শুরুতেই জঙ্গলমহলে মেলে খেজুরের রস। যার চাহিদাও থাকে তুঙ্গে। তবে সকালের গড়িয়ে দুপুর হলে সেই রসের স্বাদ আর ভাল লাগে না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khejur Gur : পুজোর আগেই শীতের গন্ধ নিয়ে হাজির, আগেভাগেই গাছে হাঁড়ি ঝোলালো শিউলিরা! কেন জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement