Durga Puja 2025 : ৭ লক্ষ দেশলাই কাঠিতে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা! অবাক করা প্রতিমা দেখার অপেক্ষায় ব্যারাকপুর

Last Updated:

Durga Puja 2025 : ৭ লক্ষ দেশলাই কাঠিতে গড়ে উঠছে দুর্গা প্রতিমা। দেশলাই শিল্পকে পুনর্জীবিত করার প্রয়াসেই এই উদ্যোগ। উত্তরবঙ্গের শিল্পীর কাজ অবাক করবে।

+
দেশলাই

দেশলাই কাঠির প্রতিমা

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায় : ৭ লক্ষ দেশলাই কাঠিতে গড়ে উঠছে দুর্গা প্রতিমা। অবাক মনে হলেও, শারদ উৎসবকে ঘিরে অভিনব এমনই নজির গড়ছে ব্যারাকপুর মোহনপুরের সর্বপল্লী সার্ব্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর তাদের ৩৮ তম বর্ষে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে একেবারেই ভিন্ন রূপে। প্রায় সাত লক্ষ দেশলাই কাঠি জোড়া দিয়ে। প্রতিমাটি গড়ছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা শিল্পী জ্যোতির্ময় বনিক।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেমন মণ্ডপে বাঁশ, পাটের বস্তা ও নারকেলের দড়ি ব্যবহার করে কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার বার্তা দেওয়া হয়েছে, তেমনভাবেই ধীরে ধীরে গ্যাস লাইটারের ব্যবহারের ফলে হারিয়ে যাওয়া দেশলাই শিল্পকে পুনর্জীবিত করার প্রয়াসেই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরির পরিকল্পনা নেওয়া হয়। দেশলাই কাঠির বারুদ দিয়ে দেবীর মাথার চুল, গয়না তৈরি হয়েছে। শুধু মা দুর্গা নন, এভাবে মহিষাসুর, সিংহ, এমনকী সাপও বানিয়েছেন তিনি।
advertisement
advertisement
তিন মাস ধরে তৈরি হচ্ছে এই প্রতিমা। কমিটির তরফে জানানো হয়েছে, ব্যারাকপুর সর্বপল্লী এলাকার স্থানীয় বাসিন্দা বিভাশ সরকারের বাল্যবন্ধু জ্যোতির্ময় বনিককে দিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই প্রতিমা গড়ার জন্য রাজি করানো হয়েছে। ইতিমধ্যেই এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে দেশলাইয়ের প্রতিমা ঘিরে। অন্যদিকে শিল্পী জ্যোতির্ময় বনিক জানান, ছোটবেলা থেকেই তিনি প্রতিমা তৈরির কাজে যুক্ত। এর আগেও দেশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরি করে উত্তরবঙ্গে সাড়া ফেলে দিয়ে ছিলেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার তাই দক্ষিণবঙ্গের ব্যারাকপুরেও শিল্পীর সৃষ্টি মানুষের নজর কাড়বে বলেই আশা। প্রতিমা তৈরিতে সহযোগিতা করছেন পুজো কমিটির বড় থেকে ছোট সব সদস্যরাই। এমনকি খুদে সদস্যরাও শিল্পীর পাশে দাঁড়িয়ে দেশলাই কাঠি ভাঙতে সহযোগিতা করছে জ্যোতির্ময়বাবুকে। শিল্পীর ভাষায়, এই সহযোগিতার অভিজ্ঞতা তার প্রতিমা গড়ার আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখন দেখার দেশলাই কাঠি দিয়ে তৈরি প্রতিমা কতটা সারা ফেলে এবারের দুর্গাপুজোয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : ৭ লক্ষ দেশলাই কাঠিতে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা! অবাক করা প্রতিমা দেখার অপেক্ষায় ব্যারাকপুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement