বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয় একটি মেয়েদের উচ্চ বিদ্যালয়, যেখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন চলে | প্রায় ৮০০ থেকে ১০০০ ছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে| বিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় | হাওড়ার বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ে বিগত কয়েক বছরে জলমগ্ন প্রবল বৃষ্টি ও জল জমার কারণে | যার জেরে বিদ্যালয়ের মাঠ এবং আশেপাশে জল জমে যাওয়ায় বিদ্যালয়ের পঠন-পাঠনে সমস্যা হচ্ছে | অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষকে বার বার জানিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি |
advertisement
আরও পড়ুন: ভারতের সঙ্গে পাক ক্রিকেট খেলা হোক বলেছেন সৌরভ গাঙ্গুলী, তাতেই গর্জে উঠেছে ঝালদাবাসী!
স্কুলের বাইরে এবং ভিতরে জমা জলে নোংরা আবর্জনা ও কচুরিপানা ভাসছে | এই পরিস্থিতিতে নোংরা জল পেরিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে পড়ুয়াদের | এই সমস্যা পার্শ্ববর্তী বসতি এলাকাতেও, মানুষের বাড়িতে জল থই থই করেছে। নিজেদের বসতবাড়ি বসবাস অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় মানুষের কথায় জানা যায়, অবৈধ নির্মাণের ফলে নিকাশি ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা অবশ্য এই বিষয়ে তেমন মুখ খুলতে চাননি |