‘যাঁরা আজ খেলাকে সমর্থন করছেন, তাঁদের পরিবারের কেউ যদি শহিদ হতেন তাহলে কি তাঁরাও এই কথা বলতেন?’ সৌরভকে এ কী কথা বললেন পহেলগাঁওয়ে নিহত মণীশের পরিবার

Last Updated:

Ind vs Pak: ভারত পাকিস্তান ক্রিকেট খেলা প্রসঙ্গে সৌরভের মন্তব্য ঘিরে ক্ষোভ জানিয়েছে, মণীশ রঞ্জন মিশ্রের পরিবার।

+
শহিদ

শহিদ পরিবার সহ ঝালদাবাসীর মধ্যে ক্ষোভ

পুরুলিয়া : বাংলার বেশিরভাগ ক্রিকেটপ্রেমী মানুষের কাছে আবেগ মানেই দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। ‌সম্প্রতি, ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলা প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সহমত জানিয়েছেন। তিনি বলেছেন, “খেলাধুলা অবশ্যই চলতে হবে। পহেলগাঁও-তে যা ঘটেছে তা কখনওই হওয়া উচিত ছিল না। কিন্তু আমরা খেলাধুলা বন্ধ করতে দিতে পারি না। সন্ত্রাসবাদের অবসান ঘটাতে হবে। ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে নিয়েছে। এখন এটা অতীতের কথা। খেলা চালিয়ে যেতে হবে।”
সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যে ক্ষুব্ধ পহেলগাঁওয়ের শহীদ ঝালদার ভূমিপুত্র মণীশ রঞ্জন মিশ্রর পরিবার। শহীদ পরিবারের দাবি, খেলা নয়, চাই প্রতিশোধ। এ বিষয়ে মনীশ রঞ্জন মিশ্রার ভাই বিনীত রঞ্জন মিশ্রা বলেন, ‘যে দেশ সন্ত্রাস দমন করতে পারে না, যারা আমাদের প্রিয়জনকে হত্যা করে, তাদের সঙ্গে খেলার নামে বন্ধুত্ব ঠিক নয়। আমরা দাদাকে হারিয়েছি।’
advertisement
advertisement
‘যাঁরা আজ খেলাকে সমর্থন করছেন, তাঁদের পরিবারের কেউ যদি শহিদ হতেন তাহলে কি তাঁরাও এই কথা বলতেন?’ এ বিষয়ে মনীশ রঞ্জন মিশ্রার বন্ধু তথা ঝালদাবাসী মনোজ কুমার রুংটা বলেন , ‘আমরা চাই না পাকিস্তানের সঙ্গে কোনও খেলা হোক। চাই অপারেশন সিঁদুর পার্ট টু।’
advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় একদিকে যেমন পহেলগাঁও হামলার নিন্দা করেন, অন্যদিকে ভারত-পাকিস্তান খেলার পক্ষে মন্তব্য করেন। আর তাই নিয়েই শহিদ পরিবার সহ ঝালদাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে। কেউই এই খেলার সমর্থন করছে না।
Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
‘যাঁরা আজ খেলাকে সমর্থন করছেন, তাঁদের পরিবারের কেউ যদি শহিদ হতেন তাহলে কি তাঁরাও এই কথা বলতেন?’ সৌরভকে এ কী কথা বললেন পহেলগাঁওয়ে নিহত মণীশের পরিবার
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement