জলের জন্য নাজেহাল হচ্ছেন জেলার এই এলাকার বহু মানুষ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক ব্লকের অধীনস্থ পারুলডাঙ্গা এলাকার অনেকেই এই জলের সমস্যায় ভুগছেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সাহিদুল শেখ বলেন, “প্রায় একমাস ধরে এখানে পানীয় জল পাওয়া যাচ্ছেনা। অনেক জায়গায় বলার পরেও কোন সুরাহা হয়নি। অন্যদের বাড়ি থেকে অনেক দূরে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে।”
advertisement
স্থানীয়দের কথায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের তরফে এলাকায় একটি বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প তৈরি হয়েছিল। কিন্তু গত এক মাস ধরে সেই জল প্রকল্পটি খারাপ হয়ে যাওয়ার কারণে পরিশোধিত পানীয় জল পাচ্ছেন না এলাকাবাসীরা। যার ফলে অনেক দূর থেকে পানীয় জল নিয়ে এসে পান করতে হচ্ছে এলাকাবাসীদের। একই সঙ্গে এলাকার মানুষদের আর্থিক অবস্থা ভাল না থাকার কারণে তারা নিজেরাও নিজেদের উদ্যোগে বাড়িতে জলের কল বসাতে পারেননি, ফলে তীব্র গরমে জলকষ্টে ভুগতে হচ্ছে এই এলাকার বহু মানুষকে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জানু বিবি বলেন, “এই গরমে আমাদের খুবই কষ্ট হচ্ছে। এই সমস্যার সমাধান হলে আমাদের অনেক উপকার হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীর অভিযোগ স্থানীয় পঞ্চায়েতকে নির্দিষ্ট বিষয়ে জানিয়েও কোন ফল হয়নি। তবে নাদনঘাট পঞ্চায়েতের উপপ্রধান মোমিন হোসেন মন্ডল জানিয়েছেন, “এই প্রকল্পটি জেলা পরিষদ তৈরি করেছিল। আমরা এই সিস্টেমের কল সারানোর জন্য কোন মিস্ত্রি পাচ্ছিনা। জেলা পরিষদকে বিষয়টি জানানো হয়েছে খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।”
বনোয়ারীলাল চৌধুরী





