কোথাও কৃষ্ণ জন্মাষ্টমীতে ঝুলনযাত্রা আবার দই হান্ডি মাটকি ফোড় আয়োজিত হয়। প্রতি বছরের মতো এ বছরও কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে দই হান্ডি মাটকি ফোড় অনুষ্ঠান আয়োজিত হয় খড়গপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে দিলীপ ঘোষ নিজের বাড়িতে কর্মী সমর্থকদের সঙ্গে এই অনুষ্ঠান পালন করেন এই অনুষ্ঠান।
আরও পড়ুন: চিরকাল ‘লুকিয়ে’ সইফ-সোহার বোন সাবা আলি খান, কিন্তু কেন? ২৭০০ কোটির মালকিন কী কাজ করেন?
advertisement
আরও পড়ুন: বিদেশ সফরের আগে মন্ত্রিসভায় রদবদল, মমতার নজরে বাবুল সুপ্রিয়
অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। অন্যান্য রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নেন সকলে। থাকে দই হান্ডি মাটকি ফোড়ের প্রতিযোগিতাও। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মীয় কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালনে অংশ নেন বহু মানুষ। পরবর্তীতে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ দিলীপ ঘোষ। সব মিলিয়ে সাংসদের বাসভবনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান ছিল বেশ জাঁকজমক।
Ranjan Chanda