Saba Ali Khan: চিরকাল 'লুকিয়ে' সইফ-সোহার বোন সাবা আলি খান, কিন্তু কেন? ২৭০০ কোটির মালকিন কী কাজ করেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Saba Ali Khan: পতৌদি পরিবারের এই একমাত্র সাবা আলি খান যেন প্রচারের আলো থেকে দূরে থেকেছেন সব সময়।
advertisement
advertisement
advertisement
advertisement
দাদা বা বোনের মতো অভিনয়ে পা না রাখলেও সিনেমার প্রতি উৎসাহে তাঁদের থেকে কম যান না সাবা। তবে মা, দাদা অথবা বোন সোহার মতো অভিনয় নয়, বরং পেশা হিসাবে অলঙ্কার ডিজাইনিংকেই বেছে নিয়েছেন তিনি। শুধু অলঙ্কার নকশা করাই নয়, সেই সঙ্গে ভোপালে পতৌদি পরিবাররের ট্রাস্ট অওকাফ-ই-শাহ-রও। দেখাশোনার দায়িত্ব রয়েছে তাঁর উপর।
advertisement
advertisement
advertisement
অল্প বয়স থেকেই সাবাকে সামলাতে হয়েছে পতৌদি পরিবারের ২৭০০ কোটি টাকার সম্পত্তি। এর পর ২০১১ সালে মনসুর আলি খানের মৃত্যুর পর ট্রাস্টের দেখাশোনার পুরোপুরি দায়িত্ব এসে বর্তায় তাঁর উপর। পেশা হিসাবে যে ডিজাইনিংকেই বেছে নেবেন, তা ছোটবেলা থেকেই যেন জানতেন সাবা। দিল্লি কলেজ অব আর্ট-এর স্নাতক সাবা জেমোলজি অ্যান্ড ডিজাইন-এর ডিপ্লোমাও করেছেন। এর পর হিরের গয়না ডিজাইন করায় মন দেন।
advertisement