Saba Ali Khan: চিরকাল 'লুকিয়ে' সইফ-সোহার বোন সাবা আলি খান, কিন্তু কেন? ২৭০০ কোটির মালকিন কী কাজ করেন?

Last Updated:
Saba Ali Khan: পতৌদি পরিবারের এই একমাত্র সাবা আলি খান যেন প্রচারের আলো থেকে দূরে থেকেছেন সব সময়।
1/9
বাবা মনসুর আলি খান পতৌদি বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় ছিলেন। মা শর্মিলা ঠাকুর, ভাই সইফ, বোন সোহা-সহ তাঁদের স্বামী-স্ত্রী-রাও সকলেই অভিনয়জগতের সঙ্গে জড়িত। কিন্তু একমাত্র সাবা আলি খান চিরকাল ক্যামেরা, প্রচার, লাইমলাইট থেকে দূরে। কী করেন তিনি? কেন 'লুকিয়ে' থাকেন?
বাবা মনসুর আলি খান পতৌদি বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় ছিলেন। মা শর্মিলা ঠাকুর, ভাই সইফ, বোন সোহা-সহ তাঁদের স্বামী-স্ত্রী-রাও সকলেই অভিনয়জগতের সঙ্গে জড়িত। কিন্তু একমাত্র সাবা আলি খান চিরকাল ক্যামেরা, প্রচার, লাইমলাইট থেকে দূরে। কী করেন তিনি? কেন 'লুকিয়ে' থাকেন?
advertisement
2/9
পতৌদি পরিবারের এই একমাত্র সাবা আলি খান যেন প্রচারের আলো থেকে দূরে থেকেছেন সব সময়। পেজ থ্রি-র পাতায় তাঁকে বেশি দেখা না গেলেও সইফ আলি খানের বোন সাবা আলি খান স্বনামেই সুপরিচিত।
পতৌদি পরিবারের এই একমাত্র সাবা আলি খান যেন প্রচারের আলো থেকে দূরে থেকেছেন সব সময়। পেজ থ্রি-র পাতায় তাঁকে বেশি দেখা না গেলেও সইফ আলি খানের বোন সাবা আলি খান স্বনামেই সুপরিচিত।
advertisement
3/9
প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির দ্বিতীয় সন্তান সাবার জন্ম হয়েছিল ১৯৭৬ সালে মুম্বইতে। তবে ছেলেবেলাটা মুম্বইয়ে কাটলেও খুব অল্প বয়সেই মা-বাবার সঙ্গে দিল্লিতে থাকতে শুরু করেন সাবা।
প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির দ্বিতীয় সন্তান সাবার জন্ম হয়েছিল ১৯৭৬ সালে মুম্বইতে। তবে ছেলেবেলাটা মুম্বইয়ে কাটলেও খুব অল্প বয়সেই মা-বাবার সঙ্গে দিল্লিতে থাকতে শুরু করেন সাবা।
advertisement
4/9
ছোট থেকেই বেশ লাজুক ছিলেন সাবা। ক্যামেরার সামনে খুব কম সময়েই দেখা গিয়েছে তাঁকে। মা শর্মিলা ঠাকুর, দাদা সইফ আলি খান বা বৌদি করিনা কাপুর খান অথবা বোন সোহা আলি খানের মতো সিনেমার পর্দায় এখনও পর্যন্ত দেখা যায়নি তাঁকে।
ছোট থেকেই বেশ লাজুক ছিলেন সাবা। ক্যামেরার সামনে খুব কম সময়েই দেখা গিয়েছে তাঁকে। মা শর্মিলা ঠাকুর, দাদা সইফ আলি খান বা বৌদি করিনা কাপুর খান অথবা বোন সোহা আলি খানের মতো সিনেমার পর্দায় এখনও পর্যন্ত দেখা যায়নি তাঁকে।
advertisement
5/9
দাদা বা বোনের মতো অভিনয়ে পা না রাখলেও সিনেমার প্রতি উৎসাহে তাঁদের থেকে কম যান না সাবা। তবে মা, দাদা অথবা বোন সোহার মতো অভিনয় নয়, বরং পেশা হিসাবে অলঙ্কার ডিজাইনিংকেই বেছে নিয়েছেন তিনি। শুধু অলঙ্কার নকশা করাই নয়, সেই সঙ্গে ভোপালে পতৌদি পরিবাররের ট্রাস্ট অওকাফ-ই-শাহ-রও। দেখাশোনার দায়িত্ব রয়েছে তাঁর উপর।
দাদা বা বোনের মতো অভিনয়ে পা না রাখলেও সিনেমার প্রতি উৎসাহে তাঁদের থেকে কম যান না সাবা। তবে মা, দাদা অথবা বোন সোহার মতো অভিনয় নয়, বরং পেশা হিসাবে অলঙ্কার ডিজাইনিংকেই বেছে নিয়েছেন তিনি। শুধু অলঙ্কার নকশা করাই নয়, সেই সঙ্গে ভোপালে পতৌদি পরিবাররের ট্রাস্ট অওকাফ-ই-শাহ-রও। দেখাশোনার দায়িত্ব রয়েছে তাঁর উপর।
advertisement
6/9
সাবার সঙ্গে করিনা কাপুরের সম্পর্ক বন্ধুর মতোই। শোনা যায়, জন্মদিনে করিনাকে অলঙ্কার উপহার দিয়েছিলেন তাঁর তখনকার বয়ফ্রেন্ড সইফ। সেই জুয়েলারি ডিজাইন করেছিলেন সাবা। সাবার ডিজাইনে এতটাই মুগ্ধ হয়েছিলেন করিনা, তার পর থেকেই নাকি তাঁদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়।
সাবার সঙ্গে করিনা কাপুরের সম্পর্ক বন্ধুর মতোই। শোনা যায়, জন্মদিনে করিনাকে অলঙ্কার উপহার দিয়েছিলেন তাঁর তখনকার বয়ফ্রেন্ড সইফ। সেই জুয়েলারি ডিজাইন করেছিলেন সাবা। সাবার ডিজাইনে এতটাই মুগ্ধ হয়েছিলেন করিনা, তার পর থেকেই নাকি তাঁদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়।
advertisement
7/9
ডিজাইনার হিসাবে পরিচিতি ছাড়াও তাঁর একটা অন্য পরিচয়ও রয়েছে। কম বয়স থেকেই বাবার সঙ্গে ভোপালের ট্রাস্টের কাজ হাত লাগিয়েছিলেন তিনি। ভোপালের পতৌদি পরিবারের ডেপুটি ট্রাস্টি হিসাবেও কাজ করেছেন দীর্ঘ দিন।
ডিজাইনার হিসাবে পরিচিতি ছাড়াও তাঁর একটা অন্য পরিচয়ও রয়েছে। কম বয়স থেকেই বাবার সঙ্গে ভোপালের ট্রাস্টের কাজ হাত লাগিয়েছিলেন তিনি। ভোপালের পতৌদি পরিবারের ডেপুটি ট্রাস্টি হিসাবেও কাজ করেছেন দীর্ঘ দিন।
advertisement
8/9
অল্প বয়স থেকেই সাবাকে সামলাতে হয়েছে পতৌদি পরিবারের ২৭০০ কোটি টাকার সম্পত্তি। এর পর ২০১১ সালে মনসুর আলি খানের মৃত্যুর পর ট্রাস্টের দেখাশোনার পুরোপুরি দায়িত্ব এসে বর্তায় তাঁর উপর। পেশা হিসাবে যে ডিজাইনিংকেই বেছে নেবেন, তা ছোটবেলা থেকেই যেন জানতেন সাবা। দিল্লি কলেজ অব আর্ট-এর স্নাতক সাবা জেমোলজি অ্যান্ড ডিজাইন-এর ডিপ্লোমাও করেছেন। এর পর হিরের গয়না ডিজাইন করায় মন দেন।
অল্প বয়স থেকেই সাবাকে সামলাতে হয়েছে পতৌদি পরিবারের ২৭০০ কোটি টাকার সম্পত্তি। এর পর ২০১১ সালে মনসুর আলি খানের মৃত্যুর পর ট্রাস্টের দেখাশোনার পুরোপুরি দায়িত্ব এসে বর্তায় তাঁর উপর। পেশা হিসাবে যে ডিজাইনিংকেই বেছে নেবেন, তা ছোটবেলা থেকেই যেন জানতেন সাবা। দিল্লি কলেজ অব আর্ট-এর স্নাতক সাবা জেমোলজি অ্যান্ড ডিজাইন-এর ডিপ্লোমাও করেছেন। এর পর হিরের গয়না ডিজাইন করায় মন দেন।
advertisement
9/9
৪৪ বছরের সাবা নিজের নামেই ডিজাইনিং লেবেলও রয়েছে। তবে গ্ল্যামার জগতের সঙ্গে জড়িত থাকলেও ক্যামেরার সামনে বেশি দেখা যায়নি তাঁকে। সইফ বা সোহার মতো এখনও পর্যন্ত বিয়ে করেননি সাবা। একা থাকতেই হয়তো ভালবাসেন সাবা।
৪৪ বছরের সাবা নিজের নামেই ডিজাইনিং লেবেলও রয়েছে। তবে গ্ল্যামার জগতের সঙ্গে জড়িত থাকলেও ক্যামেরার সামনে বেশি দেখা যায়নি তাঁকে। সইফ বা সোহার মতো এখনও পর্যন্ত বিয়ে করেননি সাবা। একা থাকতেই হয়তো ভালবাসেন সাবা।
advertisement
advertisement
advertisement