Mamata Banerjee Cabinet Reshuffle: বিদেশ সফরের আগে মন্ত্রিসভায় রদবদল, মমতার নজরে বাবুল সুপ্রিয়
- Published by:Raima Chakraborty
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee Cabinet Reshuffle: ছোট রদবদল হতে পারে রাজ্য মন্ত্রিসভার অন্দরে। শুরু হয়েছে জল্পনা।
কলকাতা: মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগেই কি রাজ্য মন্ত্রিসভায় রদবদল? সূত্রের খবর, ‘ছোট’ একটা রদবদল হতে চলেছে। সেই সংক্রান্ত ফাইল ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজভবনে। সূত্রের খবর, গত সোমবার সেই ফাইল পাঠানো হয়েছে৷ সেই ফাইলের অনুমোদন চলে এলে সরকারি ভাবে রদবদল ঘোষণা হয়ে যাবে৷
শেষবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়েছিল গত বছর ৩ অগাস্ট । কিন্তু যতদূর জানা যাচ্ছে, ১২ সেপ্টেম্বর বিদেশ সফরে যাওয়ার আগেই রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল সেরে নিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত যা খবর, এই রদবদলে মন্ত্রিসভায় নতুন মুখ হয়তো কেউ জায়গা পাচ্ছেন না। তার বদলে এ বার দায়িত্বের অদল বদল করা হতে পারে।
advertisement
আরও পড়ুন: বেতন-ভাতা বাড়ল রাজ্যের মন্ত্রী-বিধায়কদের, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা! এক পয়সা নেবেন না মমতা
এই বদলে এমনটাও শোনা যাচ্ছে যে, এ বার মন্ত্রিসভায় রদবদলে অন্যতম বড় চমক হতে পারে পর্যটন দফতর নিয়ে। এ ক্ষেত্রে বর্তমান পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে অন্য একটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তাঁকে দেওয়া হতে পারে বলে খবর। একইসঙ্গে, এ বার রদবদলে রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়ার দফতর বদল হওয়ার সম্ভাবনাও রয়েছে।
advertisement
advertisement
রাজ্য মন্ত্রিসভায় এখন মুখ্যমন্ত্রী-সহ মোট ৪০ জন মন্ত্রী রয়েছেন। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে ধরলে, পূর্ণমন্ত্রী ২০ জন, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ৯ জন প্রতিমন্ত্রীর দায়িত্বে। এর আগে, ২০২১ সালের নভেম্বরে যখন রাজ্যের তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হন, তখন রদবদল ঘটেছিল মন্ত্রিসভায়। পঞ্চায়েত দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় পুলক রায়কে। ওই দফতরেরই প্রতিমন্ত্রী হন বেচারাম মান্না।
advertisement
রাজ্যের আরেক মন্ত্রী সাধন পাণ্ডে-ও তখন গুরুতর অসুস্থ ছিলেন। ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব আনা হয় মানস ভুঁইঞাকে। দীর্ঘ রোগভোগের পর চলতি বছরের ফ্রেরুয়ারি মাসে প্রয়াত হন সাধন পাণ্ডে। তবে থেকে একজন মন্ত্রিসভার সদস্য অবশ্য কম আছেন। সেই দায়িত্ব বাকিদের মধ্যেই ভাগ করে দেওয়া হচ্ছে। জল্পনা চলছে পর্যটন, খাদ্য, চিরাচরিত শক্তি- সহ একাধিক দফতরে বদল আসতে পারে৷
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 9:41 AM IST