TRENDING:

Rail: দিঘা যাওয়ার পথে নয়া স্টেশন! নতুন বছরের আগেই বেজায় খুশি হাজার হাজার যাত্রী, কোথায় হচ্ছে?

Last Updated:

Rail: স্টেশন তৈরির অর্থ বরাদ্দ হয়েছে এবং কাজ দ্রুত শুরু হবে এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির আবহ তৈরি গিয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: দু’দিকে দুটো স্টেশন রয়েছে, কিন্তু জনবহুল এলাকায় না হওয়ায় বা যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা সেভাবে না থাকায় বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা রেলের পরিষেবা থেকে বঞ্চিত। তাই এলাকাবাসীর দাবী ছিল দুটি স্টেশন এর মাঝে একটি নতুন হল্ট স্টেশন চালু করার। সেই মত নিজেদের দাবি নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে বারবার সোচ্চার হয়েছে। অবশেষে সেই স্বপ্ন পূরণের পথে। দীর্ঘ কয়েক বছরের স্থানীয়দের দাবি নতুন হল্ট স্টেশন নির্মাণ উদ্যোগ গ্রহণ করল ভারতীয় রেল।
advertisement

পাঁশকুড়া থেকে তমলুক হয়ে দিঘা যাওয়ার রেলপথ রয়েছে। এই রেলপথে পাঁশকুড়ার দিকে পড়ে রঘুনাথবাড়ি রেলস্টেশন। আর তমলুক ব্লক এর মধ্যে পড়ে রাজগোদা রেল স্টেশন। কিন্তু সেভাবে যোগাযোগ ব্যবস্থা না থাকায় রেল স্টেশনে যাতায়াত করা সাধারণ গ্রামবাসীদের কাছে কষ্টসাধ্য ছিল। ফলে রেল পরিষেবা থেকে বঞ্চিত হতে হত তমলুক ব্লকের নীলকুণ্ঠা বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। নীলকুণ্ঠা নতুন স্টেশন গড়ার জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।

advertisement

আরও পড়ুনঃ যৌন মিলনে তৃপ্তি আসছে না কিছুতেই? ৫-৭ টাকার ‘এই’ একটি খাবারেই হবে ম্যাজিক, সপ্তাহে ৩ দিন পাতে রাখুন

ভারতীয় রেল দফতর সূত্রে জানা যায় ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি নীলকুণ্ঠায় হল্ট স্টেশন গড়ার অনুমোদন দিয়েছিল রেল দফতর। হল্ট স্টেশন নির্মাণের অনুমোদন দেওয়ার পরও কাজ শুরু হয়নি। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অবশেষে দিঘা যাওয়ার রুটে এই হল স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করল। ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেল শাখা। কিন্তু স্টেশন নির্মাণ কাজে কোনও অর্থ বরাদ্দ হচ্ছিল না।

advertisement

View More

আরও পড়ুনঃ লিপস্টিকে ঠোঁট রাঙান রোজ? কিন্তু জানেন, লিপস্টিক কেন এমন দেখতে! কারণ শুনে লজ্জা পেয়ে যাবেন

অবশেষে সেই অর্থ মঞ্জুর হল। দক্ষিণ-পূর্ব রেল দফতর থেকে জানা যায়, নীলকুণ্ঠায় প্যাসেঞ্জার হল্ট স্টেশন নির্মাণ কাজে রেল বোর্ড অনুমোদন দিয়েছে। কাজের জন্য প্রায় ৬ কোটি ৫ লক্ষ ৭ হাজার ১৩৫ টাকার মঞ্জুর করেছে রেল বোর্ড। স্টেশন তৈরির অর্থ বরাদ্দ হয়েছে এবং কাজ দ্রুত শুরু হবে এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির আবহ তৈরি গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail: দিঘা যাওয়ার পথে নয়া স্টেশন! নতুন বছরের আগেই বেজায় খুশি হাজার হাজার যাত্রী, কোথায় হচ্ছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল