Lipstick: লিপস্টিকে ঠোঁট রাঙান রোজ? কিন্তু জানেন, লিপস্টিক কেন এমন দেখতে! কারণ শুনে লজ্জা পেয়ে যাবেন

Last Updated:
Knowledge Story: প্রাচীন সিন্ধু সভ্যতার নারীদের মাঝে মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ঠোঁটে লিপস্টিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মিশরীয়রা সামুদ্রিক গাছ থেকে আরোহিত পার্পল রংয়ের সঙ্গে কিছু রঞ্জক মিশিয়ে লিপস্টিক হিসেবে ব্যবহার করতেন। 
1/10
*প্রাচীন সভ্যতায় কীভাবে ব্যবহার হয়ে আসছে লিপস্টিক জানেন? লিপস্টিক সাধারণত মহিলাদের দ্বারা ব্যবহৃত হয় এবং রূপচর্চার ক্ষেত্রে এটি একটি অন্যতম উপাদান। বর্তমানে সাজসজ্জা ছাড়া যেন আমরা ঘর থেকে বাইরে এক পা ফেলার কথা ভাবতে পারি না। প্রতিবেদনঃ জুলফিকার মোল্লা। ফাইল ছবি। 
*প্রাচীন সভ্যতায় কীভাবে ব্যবহার হয়ে আসছে লিপস্টিক জানেন? লিপস্টিক সাধারণত মহিলাদের দ্বারা ব্যবহৃত হয় এবং রূপচর্চার ক্ষেত্রে এটি একটি অন্যতম উপাদান। বর্তমানে সাজসজ্জা ছাড়া যেন আমরা ঘর থেকে বাইরে এক পা ফেলার কথা ভাবতে পারি না। প্রতিবেদনঃ জুলফিকার মোল্লা। ফাইল ছবি।
advertisement
2/10
*প্রতিনিয়ত কর্মব্যস্ততায় ঠোঁটে অন্তত হালকা শেডের লিপস্টিক দিতে ভোলেন না অনেক মহিলাই। বর্তমানে বাজারে একাধিক ধরনের লিপস্টিকের ভিড়ে দোকানে ভরপুর। ফাইল ছবি। 
*প্রতিনিয়ত কর্মব্যস্ততায় ঠোঁটে অন্তত হালকা শেডের লিপস্টিক দিতে ভোলেন না অনেক মহিলাই। বর্তমানে বাজারে একাধিক ধরনের লিপস্টিকের ভিড়ে দোকানে ভরপুর। ফাইল ছবি।
advertisement
3/10
*অনেক্ষেত্রে মহিলারা বিভিন্ন ডার্ক শেডের লিপস্টিক ব্যবহার করেন, যা তাদের শুধু লিপস্টিকের ছোঁয়াতেই একটি ‘বোল্ড লুক’ পেতে সাহায্য করে। ফাইল ছবি। 
*অনেক্ষেত্রে মহিলারা বিভিন্ন ডার্ক শেডের লিপস্টিক ব্যবহার করেন, যা তাদের শুধু লিপস্টিকের ছোঁয়াতেই একটি ‘বোল্ড লুক’ পেতে সাহায্য করে। ফাইল ছবি।
advertisement
4/10
*তবে আজকের দিনে লিপস্টিকের বহুল ব্যবহার হলেও এই লিপস্টিক কী পুরানো দিনেও ব্যবহার হত? সাজগোজের অপরিহার্য এই রঙিন ঠোঁটকাঠির বিবর্তনের ইতিহাস খুললে। জানা যায়, লিপস্টিকের ব্যবহার বহু প্রাচীন। ফাইল ছবি। 
*তবে আজকের দিনে লিপস্টিকের বহুল ব্যবহার হলেও এই লিপস্টিক কী পুরানো দিনেও ব্যবহার হত? সাজগোজের অপরিহার্য এই রঙিন ঠোঁটকাঠির বিবর্তনের ইতিহাস খুললে। জানা যায়, লিপস্টিকের ব্যবহার বহু প্রাচীন। ফাইল ছবি।
advertisement
5/10
*প্রাচীন সিন্ধু সভ্যতার নারীদের মাঝে মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ঠোঁটে লিপস্টিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মিশরীয়রা সামুদ্রিক গাছ থেকে আরোহিত পার্পল লাল রংয়ের এক প্রকার পদার্থের সঙ্গে আয়োডিন এবং কিছু মিশেয়ে এক ধরনের রঞ্জক পদার্থ ব্যবহার করতেন যা লিপস্টিক হিসেবে ব্যবহার করা হত। ফাইল ছবি। 
*প্রাচীন সিন্ধু সভ্যতার নারীদের মাঝে মুখের সৌন্দর্য বৃদ্ধিতে ঠোঁটে লিপস্টিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মিশরীয়রা সামুদ্রিক গাছ থেকে আরোহিত পার্পল লাল রংয়ের এক প্রকার পদার্থের সঙ্গে আয়োডিন এবং কিছু মিশেয়ে এক ধরনের রঞ্জক পদার্থ ব্যবহার করতেন যা লিপস্টিক হিসেবে ব্যবহার করা হত। ফাইল ছবি।
advertisement
6/10
*রানি ক্লিওপেট্রা তাঁর ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতেন যা তৈরি হত মেরুন রংয়ের বিটল পোকা থেকে তার ফলে ঠোঁটে একটি গাঢ় লাল আভা ফুটে উঠত তা ছাড়াও বেজ দেওয়ার জন্য ব্যবহৃত হত পিঁপড়ে। ফাইল ছবি। 
*রানি ক্লিওপেট্রা তাঁর ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতেন যা তৈরি হত মেরুন রংয়ের বিটল পোকা থেকে তার ফলে ঠোঁটে একটি গাঢ় লাল আভা ফুটে উঠত তা ছাড়াও বেজ দেওয়ার জন্য ব্যবহৃত হত পিঁপড়ে। ফাইল ছবি।
advertisement
7/10
*সভ্যতার অগ্রগমনে বরাবরই এগিয়ে থাকে মিশর। একইসময়ে তার ব্যবহার শুরু হয় মেসোপটেমিয়ায়। তারা ঠোঁটে মাখতেন রত্নপাথরের গুঁড়া। ফাইল ছবি। 
*সভ্যতার অগ্রগমনে বরাবরই এগিয়ে থাকে মিশর। একইসময়ে তার ব্যবহার শুরু হয় মেসোপটেমিয়ায়। তারা ঠোঁটে মাখতেন রত্নপাথরের গুঁড়া। ফাইল ছবি।
advertisement
8/10
*সুমেরীয় সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা, এরপর রোমান সভ্যতা-নারী-পুরুষ উভয়ই ঠোঁট রাঙাতে ব্যবহার করেছে বেরি বা জাম জাতীয় ফল, লাল সিসা, মাটি, মেহেদি, বিভিন্ন পোকামাকড়, গাছ-গাছড়া কিংবা বিভিন্ন খনিজ। তখন ঠোঁটের সুরক্ষায় ব্যবহার করা হতো এসব উপাদান। ফাইল ছবি। 
*সুমেরীয় সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা, এরপর রোমান সভ্যতা-নারী-পুরুষ উভয়ই ঠোঁট রাঙাতে ব্যবহার করেছে বেরি বা জাম জাতীয় ফল, লাল সিসা, মাটি, মেহেদি, বিভিন্ন পোকামাকড়, গাছ-গাছড়া কিংবা বিভিন্ন খনিজ। তখন ঠোঁটের সুরক্ষায় ব্যবহার করা হতো এসব উপাদান। ফাইল ছবি।
advertisement
9/10
*১৮৮০ সালে প্রথমবারের মতো লিপস্টিক শব্দটি ব্যবহার করা হয়। কয়েকবছর পর প্যারিসের একটি সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এটি বাণিজ্যিকভাবে প্রস্তুত করে। তবে আজকের দিনের মতো ঝকঝকে মোড়ক বা টিউব কিছুই ব্যবহার হত না তখন। তবে ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তনে রূপ পেয়েছে আজকের এই লিপস্টিক। ফাইল ছবি।
*১৮৮০ সালে প্রথমবারের মতো লিপস্টিক শব্দটি ব্যবহার করা হয়। কয়েকবছর পর প্যারিসের একটি সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এটি বাণিজ্যিকভাবে প্রস্তুত করে। তবে আজকের দিনের মতো ঝকঝকে মোড়ক বা টিউব কিছুই ব্যবহার হত না তখন। তবে ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তনে রূপ পেয়েছে আজকের এই লিপস্টিক। ফাইল ছবি।
advertisement
10/10
*প্রচলিত বহুদিনের মত, লিপস্টিকের এই আকার দেওয়ার পিছনে রয়েছে এক বিশেষ কারণ। পুরুষদের একটি বিশেষ অঙ্গের সঙ্গে মেলে বলেই নাকি এমন আকার দেওয়া হয়েছে লিপস্টিকের। সংগৃহীত ছবি।
*প্রচলিত বহুদিনের মত, লিপস্টিকের এই আকার দেওয়ার পিছনে রয়েছে এক বিশেষ কারণ। পুরুষদের একটি বিশেষ অঙ্গের সঙ্গে মেলে বলেই নাকি এমন আকার দেওয়া হয়েছে লিপস্টিকের। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement