পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের মানুষের অন্যতম বড় পুজো হল কার্তিক পুজো। কাটোয়া শহরের এই কার্তিক পুজো সকলের কাছে পরিচিত কার্তিক লড়াই নামে । রাত পোহালেই কার্তিক পুজো। এই কার্তিক পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন সমগ্র কাটোয়াবাসী। শহর জুড়ে ছড়িয়ে থাকে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর থাকে নতুন নতুন থিমের আকর্ষণ। সেরকমই কাটোয়া শহর লাগোয়া পানুহাটের অন্যতম একটি ক্লাব হল ইয়ংস্টাফ ক্লাব। প্রতিবছরই এই ক্লাব শহরবাসীর জন্য নতুন নতুন থিম নিয়ে হাজির হয় । এবছর তাদের নতুন চমক দিল্লির লাল কেল্লা।
advertisement
আরও পড়ুন: ‘ঘি শরীরের জন্য ক্ষতিকারক’! একেবারেই ভুল কথা! জানুন চিকিৎসকের মত!
এই প্রসঙ্গে ক্লাবের তরফ থেকে বাপি সরকার জানিয়েছেন , পুজোয় থিমের সঙ্গে সঙ্গে আমরা কিছু সোশ্যাল প্রোগ্রামও রেখেছি ক্লাবের তরফ থেকে। এই সোশ্যাল প্রোগ্রাম প্রত্যেক বছরই করা হয় । এলাকার কিছু দুঃস্থ মানুষ আছে তাদের হাতে আমরা যতটা সম্ভব কিছু শীত বস্ত্র তুলে দেব। পরিবেশ রক্ষার্থে এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য ক্লাবের তরফ থেকে আমরা যত সম্ভব মানুষের কাছে একটি করে চারা গাছ তুলে দেব। কাটোয়ার পানুহাট ইয়ংস্টাফ ক্লাবের কার্তিক পুজো এবার ৫৮ তম বছরে পদার্পণ করেছে । ইতিমধ্যেই এই ক্লাবের আকর্ষণীয় থিম দিল্লির লাল কেল্লা তৈরির কাজ প্রায় শেষের দিকে।
আরও পড়ুন: বিদেশি ভাষা শেখার সুযোগ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, কী ভাবে আবেদন করবেন
বাংলার লোকউৎসব হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কার্তিক লড়াই। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে কার্তিক পুজো । তবে এই পুজোতে শুধুমাত্র যে কাটোয়া শহরের বাসিন্দারাই মেতে উঠবেন তা কিন্তু নয় । কাটোয়ার কার্তিক লড়াইয়ে লক্ষাধিক মানুষ ভিড় জমান । আশেপাশের গ্রাম সহ পূর্ব বর্ধমান জেলা ছাড়িয়েও নদিয়া, বীরভূম, হুগলি, বাঁকুড়া জেলা থেকেও বহু মানুষ আসেন কাটোয়ার কার্তিক লড়াই দেখতে।
বনোয়ারীলাল চৌধুরী