আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের এসিপি গ্রেফতার
নয়াগ্ৰামের নিগুই মধ্যমপাড়া এলাকার জঙ্গল লাগোয়া ঝোপে আটকে পড়েছিল প্রাপ্তবয়স্ক হরিণটি। স্থানীয়রা লক্ষ্য করেন সে ওই ঝোপ থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। এরপর তাঁরা খবর দেন বন দফতরে। বনকর্মীরা এসে হরিণটিকে ঝোপ থেকে উদ্ধার করেন। তবে সে অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় খড়গপুরের হিজলি প্রাণী চিকিৎসা কেন্দ্রে।
advertisement
এদিকে লোকালয় লাগোয়া ঝোপে প্রাপ্তবয়স্ক হরিণের আটকে পড়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পিছনে চোরা শিকারিদের কোনও হাত আছে কিনা সেই প্রশ্নও উঠছে। এমনিতে প্রায়ই শোনা যায় নয়াগ্ৰামের জঙ্গলে হরিণ শিকার করে চোরাশিকারীরা। তাই স্থানীয়দের অনুমান, হয়ত চোরা শিকারিদের তাড়া খেয়ে হরিণটি ওই ঝোপে আটকে পড়েছিল।
রাজু সিং